মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ওয়াটার বাস ডুবি

বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণ করুন

নদীতে বালুবোঝাই বাল্কহেড একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সর্বশেষ রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাস ডুবির ঘটনা ঘটেছে। রবিবার রাত সোয়া ৮টার দিকে ঘটে এ দুর্ঘটনা। ওয়াটার বাস ডুবির পর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ। রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে বিআইডব্লিউটিএর একটি ওয়াটার বাস ডুবে যায়। এ ঘটনায় নৌ-পুলিশ উদ্ধারকাজে নামে। নৌ-পুলিশের সদরঘাট থানার পক্ষ থেকে বলা হয়েছে, বাল্কহেডটি পুলিশের হেফাজতে আছে। ডুবে যাওয়া ওয়াটার বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। ২৫ জনের মতো সাঁতরে তীরে উঠতে পেরেছেন। আরও কয়েকজনকে নৌযানে করে উদ্ধার করা হয়েছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরীসহ ধারেকাছের নদনদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং তা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। তবে কর্তৃপক্ষ প্রতিটি দুর্ঘটনার পর মৃত ব্যক্তিদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থিক সহায়তার ঔদার্য দেখিয়েছে। মধ্যরাতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতদের স্বজনদের ভিড় এবং কান্না পরিবেশকে ভারী করে তোলে। ওয়াটার বাসের যাত্রীদের অভিযোগ, বালুভর্তি বাল্কহেড সজোরে ওয়াটার বাসে ধাক্কা দিলে সেটি ডুবে যায় এবং ট্র্যাজেডির শিকার হন এর যাত্রীরা। তবে ওয়াটার বাসের যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন- ওই নৌযানটিতে মাত্রাতিরিক্ত যাত্রী বাহন করা হয়েছিল। সে কারণে বাল্কহেডের ধাক্কা সামাল দিতে পারেনি। আমরা আশা করব নৌ-দুর্ঘটনা বন্ধে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে রাতে বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওয়াটার বাস ডুবিতে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর