রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ধর্মতত্ত্ব

পবিত্র কোরআনে আল্লাহপাক ইরশাদ করেন, তোমার পূর্বে আমি অনেক জাতির কাছে রসুল পাঠিয়েছি, কিন্তু তাদের অবাধ্যতার কারণে অভাব-অনটন আর দুঃখ-ক্লেশ দিয়ে তাদের পাকড়াও করেছিলাম, যাতে তারা বিনীত হয়। আমার শাস্তি যখন তাদের ওপর পড়ল তখন তারা বিনয়-নম্রতা অবলম্বন করল না কেন? বরং তাদের অন্তর আরও শক্ত হয়ে গেল, আর তারা যা করছিল শয়তান সেগুলোকে তাদের জন্য (খুব ভালো কাজ হিসেবে) সুশোভিত করে দিয়েছিল। তাদের যে নসিহত করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য যাবতীয় নিয়ামতের দরজা খুলে দিলাম; পরিশেষে, তাদের যা দেওয়া হলো তাতে তারা যখন আনন্দে মেতে উঠল, হঠাৎ করে তাদের ধরে বসলাম। তখন (যাবতীয় কল্যাণ থেকে) তারা নিরাশ হয়ে গেল (সুরা আনআম : ৪২, ৪৩, ৪৪)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর