বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ইতিহাস

ইওজ খলজি

ইওজ খলজি ১২১২ থেকে ১২২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার মুসলিম রাজ্য লখনৌতির সুলতান ছিলেন। তিনি ছিলেন উত্তর আফগানিস্তানের গরমশিরের এক নগণ্য বাসিন্দা।  প্রথম জীবনে মালবাহী গাধার চালক হিসেবে দূরবর্তী স্থানে মালামাল পৌঁছে দিতেন। এমনি এক সফরে তিনি কয়েকজন দরবেশকে খাদ্য ও পানি দিয়ে তুষ্ট করেন এবং তাঁরা আশীর্বাদ করে তাঁকে ভারতবর্ষে যেতে নির্দেশ দেন। পথিমধ্যে বখতিয়ার খলজির সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে এবং তাঁরা ১১৯৫ খ্রিস্টাব্দে ভারতে পৌঁছেন। বখতিয়ারের সহকারী হিসেবে তিনি উদন্তপুর বিহার জয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। বিহারে তাঁর বীরত্বপূর্ণ অবদান বখতিয়ারের দৃষ্টি আকর্ষণ করে। লখনৌতি (বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা) বিজয়ের পর ইওজের বীরত্বের স্বীকৃতিস্বরূপ বখতিয়ার তাঁকে দেবকোটের দক্ষিণ-পূর্বে অবস্থিত কাঙ্গোরির জায়গির প্রদান করেন। বখতিয়ারের মৃত্যুতে তাঁর অধস্তন প্রতিনিধিদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। এমনি এক সংকটময় মুহূর্তে সুলতান কুতুবুদ্দিন আইবকের নির্দেশে অযোধ্যার গভর্নর কায়েমাজ রুমি বাংলা আক্রমণ করেন। রাজনীতিতে জ্ঞানসম্পন্ন ইওজ সম্রাটের বাহিনীকে স্বাগত জানান। রুমি সফলতার সঙ্গে বাংলা অধিকার করে ইওজকে দিল্লির অধীন সামন্ত নিযুক্ত করে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর