শিরোনাম
মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

টিয়া পাখি

টিয়া পাখি

টিয়া সুদর্শন একটি পাখি। প্রকৃতি ছাড়াও বাংলা সাহিত্য, আদি গল্প-কাহিনি ও পালাগানে রয়েছে টিয়া পাখির সরব উপস্থিতি। এক সময় মানিকগঞ্জের গ্রামে-গঞ্জে বিশেষ করে বনে অবাধে ঘুরে বেড়াত টিয়াসহ বহু প্রজাতির পাখি। কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গেছে সেই চিত্র। এখন আর আগের মতো চোখে পড়ে না প্রকৃতির অলংকারখ্যাত টিয়ার। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন-জঙ্গল উজাড় এবং গাছপালা কেটে বসতি গড়ার কারণে বিলীন হয়ে যাচ্ছে পাখিদের অভয়ারণ্য। গাঢ় রঙের সুন্দর চেহারা, সহজেই পোষ মানা এবং বাকপটুতার কারণেই মানুষের কাছে অতি জনপ্রিয় এই পাখি। আমাদের দেশে সাধারণত সাত প্রজাতির টিয়া পাখি দেখা যায়। এগুলো হলো- চন্দনা টিয়া, বাসন্তী লটকন টিয়া, মদন টিয়া, লালমাথা টিয়া, মেটেমাথা টিয়া, ফুলমাথা টিয়া ও সবুজ টিয়া। এরা সাধারণত বন, বৃক্ষবহুল এলাকা, প্রশস্ত পাতার বন, আর্দ্র পাতাঝরা বন, খোলা বন, পাহাড়ি বন, বসতবাড়ির বৃহৎ বৃক্ষ, আবাদি জমি এবং পুরনো বাড়িতে বসবাস ও বিচরণ করে। টিয়া পাখির মোট প্রজাতি ৭টির মধ্যে সবুজ টিয়ার সংখ্যাই সবচেয়ে বেশি। সবুজ টিয়া কলাপাতা-সবুজ রঙের সুদর্শন পাখি। যাদের দেহের দৈর্ঘ্য সাধারণত ৪২ সেন্টিমিটার, ওজন ১৩০ গ্রাম।

সর্বশেষ খবর