শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

স্মৃতিতে শেখ কামাল

ওয়ালিউর রহমান

স্মৃতিতে শেখ কামাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও ঘাতকরা হত্যা করে। পাঁচ ভাইবোনের মধ্যে শেখ কামাল দ্বিতীয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ’৬৯-এর গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। মাত্র ২৬ বছর বয়সেই সর্বক্ষেত্রে তিনি তাঁর অসামান্য মেধা ও অসাধারণ কর্মকান্ডের উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। ১৯৭২ সালের জুলাই মাসে বঙ্গবন্ধুর লন্ডন থেকে অস্ত্রোপচারের পর আরোগ্য লাভের জন্য সুইজারল্যান্ডে আসার সিদ্ধান্ত নেন। তিনি আগস্টের ২১ তারিখে জেনেভায় এলেন সপরিবারে। আমি তখন জেনেভায় হেড অব মিশন ছিলাম। সেখানে তাঁদের দেখাশোনার করার দায়িত্ব ছিল আমার ওপর। জেনেভায় তাঁরা মোট ২৩ দিন ছিলেন। ওই ২৩ দিন বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে কাটানোর সৌভাগ্য আমার হয়েছিল। পরিবারের সবাইকে কাছ থেকে দেখা ও জানার সুযোগ আমার হয়েছিল। বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে কাটানো দিনগুলো ছিল আমার এবং শাহরুখের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। শেখ জামাল একটু চঞ্চল ছিলেন। শেখ কামাল একটু শান্ত ও চুপচাপ থাকতেন, কিন্তু ভাবনা ছিল অনেক। তাঁর পড়াশোনার প্রতি ঝোঁক ছিল অনেক। তিনি মাঝে মাঝে আমার হোটেল অফিসে এসে বসতেন এবং খবরের কাগজ পড়তেন। শেখ জামাল বাইরে গাড়ি নিয়ে বের হয়ে এদিক-সেদিক তাকাতেন, নতুন নতুন জিনিস দেখতে চাইতেন আর শেখ কামাল তখন অফিস রুমে বসে বইয়ের খোঁজ করতেন, কিছু পড়তে চাইতেন। ইউরোপ ও জেনেভার ইতিহাস জানতে চাইতেন তিনি। তাঁকে কিছু বই দেওয়া হলো এবং আমি তাঁকে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট বইটিও পড়তে দিয়েছিলাম। এটি অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুশোর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রতন্ত্রবিষয়ক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ১৭৬২ খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থে রুশো রাষ্ট্র গঠন, রাষ্ট্র ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনার দর্শন ও নীতি ইত্যাদি সামাজিক বিষয়গুলোকে উদঘাটিত করার চেষ্টা করেছেন। ‘বললাম বইটি পড় অনেক কিছু জানতে পারবে। সে বইটির দাম জানতে চাইল, আমি বললাম দামের কী দরকার! দাম তুমি দিও বই পড়া শেষ হলে। সে বইটি ঢাকা নিয়ে এসেছিল এবং পড়েও হয়তো শেষ করেছিল।’ কিন্তু বই পড়ার পর ওর সঙ্গে সেই বই নিয়ে আর আলাপ করতে পারলাম না। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট যে একটা সুগভীর চিন্তার উদ্যোগ করে, সমাজকে গড়া, দেশকে গড়া এবং রাজনীতিকে গড়া, প্রতিনিধিত্বকারীর দায়িত্ববোধ গড়া সবকিছুই কামাল পড়েছেন কিন্তু ওর সঙ্গে আমি আজও বসতে পারলাম না। কামাল হয়তো তৈরি ছিলেন, আমি ৭ আগস্ট দেশে এসেছি সেটা তিনি জানতেন। ১৫ আগস্ট বিকাল সাড়ে ৪টায় আমি এবং শাহরুখ যাব চা খেতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার নিমন্ত্রণে সেটা কামাল জানতেন। কামাল আমাকে খবর দিয়েছিলেন তিনি বাসায় থাকবে। সেই ১৫ আগস্টের বিকাল আর আসেনি। ১৫ আগস্টের বিকাল ইতিহাস থেকে চলে গেছে। সেই বিকাল আর কোনো দিন আসেনি। আর আসবেও না। কামালের সঙ্গে আর দেখাও হবে না।

শুভ জন্মদিন কামাল। তুমি ভালো থেকো।

                লেখক : মুক্তিযোদ্ধা ও গবেষক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর