রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাস টার্মিনাল স্থানান্তর

সড়কশৃঙ্খলা নিশ্চিত করা আরও জরুরি

রাজধানীর তিন আন্তজেলা বাস টার্মিনাল সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী যথাক্রমে কাঁচপুর, গ্রামভাটুলিয়া ও হেমায়েতপুরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে। রাজধানীর পরিবহন-ব্যবস্থায় শৃঙ্খলা আনতে নেওয়া হচ্ছে এ পদক্ষেপ। আগামী বুধবারই কাঁচপুর বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। নতুন বাস টার্মিনালগুলোয় থাকবে বহুমুখী সুবিধা। বাস টার্মিনাল স্থানান্তরের এ প্রকল্পে ঢাকার চারপাশে পাঁচটি নতুন টার্মিনাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। হেমায়েতপুর, বাঘাইড়, কাঁচপুর দক্ষিণ, ভুলতা ও গ্রামভাটুলিয়ায় নির্মিত হবে এসব টার্মিনাল। সেই সঙ্গে আরও পাঁচটি নতুন বাস ডিপো নির্মিত হবে আটিবাজার, কাঁচপুর উত্তর, কাঞ্চন, বাইপাইল ও গাজীপুরে। প্রস্তাবিত টার্মিনালগুলো নির্মিত হলে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদে বিদ্যমান তিনটি বাস টার্মিনাল সিটি বাস ডিপো হিসেবে ব্যবহার করা হবে। এতে পরিবহন-ব্যবস্থায় শৃঙ্খলা আসার পাশাপাশি যানজটও নিরসন হবে, এমনটিই আশা করা হচ্ছে। এ নিয়ে সর্বশেষ ২০২৩ সালের ১ মার্চ পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দুই সিটি মেয়রের সমন্বয়সভায় বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে বলা হয়, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল ব্যবহারের উপযোগী হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে কাঁচপুরে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের সব বাস যাওয়া-আসা করবে। হেমায়েতপুর ও গ্রামভাটুলিয়া টার্মিনালের জায়গা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে এমন ধারণাও দেওয়া হয়েছিল সাংবাদিকদের ব্রিফিংকালে। রাজধানী থেকে আন্তজেলা বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত অবশ্যই একটি ইতিবাচক ঘটনা। তবে এর ফলে রাজধানীর যানজট নিরসন হবে কিংবা সড়কশৃঙ্খলা ফিরে আসবে, এমনটি ভাবলে তা হবে ভুলের ফাঁদে পা দেওয়ার নামান্তর। সড়কশৃঙ্খলার জন্য দরকার ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়ন। যেখানে সেখানে পার্কিং এবং বাসচালকদের যথেচ্ছতা বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি।

সর্বশেষ খবর