সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বন্যার ক্ষয়ক্ষতি

কৃষি পুনর্বাসনের উদ্যোগ নিন

চট্টগ্রাম ও রাঙামাটিসহ পাঁচ জেলায় টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ৫০ হাজার ৮১৮ হেক্টর জমির ফসল। অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যার জন্য চট্টগ্রামে আমনের চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ৩ লাখ ৫ হাজার ৫৯২ হেক্টর জমির ফসল মোটামুটিভাবে রক্ষা পেয়েছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পানি নেমে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কদিন লাগবে। প্লাবিত এলাকায় ময়লা-আবর্জনার কারণে দূষিত পানিতে রোগবালাই বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। দূষিত পানির কারণে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি চর্মরোগসহ পানিবাহী রোগী বাড়ার আশঙ্কা রয়েছে। রাঙামাটির বানভাসি পানিবন্দি হওয়ার পাশাপাশি খাদ্য সংকটে ভুগছে। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। দুই সপ্তাহ ধরে পানিবন্দি আছে রাঙামাটির পাঁচ উপজেলার বেশ কিছু ইউনিয়ন। মানবেতর জীবনযাপন করছেন অর্ধলাখ পানিবন্দি মানুষ। নেই খাবার ও খাবার পানি। চিকিৎসাব্যবস্থায়ও নেই কোনো সহায়তা। চরম দুর্ভোগে জীবন কাটছে রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, লংগদু ও রাজস্থলী উপজেলাবাসীর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধিতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আতঙ্কিত এলাকাবাসী। ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। পুনরায় যমুনার পানি বৃদ্ধিতে যমুনা চরের মানুষ তাদের গৃহপালিত পশুপাখি, পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ, কোনো উঁচু স্থানে অথবা বন্যা আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। এরই মধ্যে যমুনা চরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বেশ কিছু চরাঞ্চলের মানুষ পানিবন্দি হতে শুরু করেছেন।  পানি বৃদ্ধিতে উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামের যমুনা নদীর ডানতীরে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ফেনীতে বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে অপরিমেয় ক্ষতি। বন্যা ঘূর্ণিঝড় বাংলাদেশের মানুষের সঙ্গী বললেও অত্যুক্তি হবে না। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে পদ্মা মেঘনা যমুনা পাড়ের জনপদে। দুর্যোগে ভয় না পেয়ে পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর