সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শাহজালালে পাখির উৎপাত

উড়োজাহাজ উড্ডীনে বিঘ্ন

রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে শনিবার উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কায় দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দুটি উড়োজাহাজের যাত্রীদের অন্য উড়োজাহাজে গন্তব্যস্থলে পাঠানো হয়। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৮ যাত্রীবাহী ফ্লাইটটি যাত্রা শুরু করে। উড্ডয়নের সময় রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়। যাত্রীদের পরে বিমানের অন্য একটি ফ্লাইটে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিমানের প্রকৌশলী দলের তত্ত্বাবধানে রয়েছে। একই দিন দ্বিতীয় ঘটনাটি ঘটে দুবাইয়ের একটি উড়োজাহাজের সঙ্গে। ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এতে এর বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ও দুটি চাকা ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত বছর ডিসেম্বরে শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঢাকা শাহজালাল বিমানবন্দরে পাখির সঙ্গে সংঘর্ষ নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।  এ কারণে বিমান সংস্থাগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। হযরত শাহজালাল বিমানবন্দরে পাখির উৎপাত উড়োজাহাজের জন্য বিপদসংকুল হয়ে উঠেছে। পাখি তাড়ানোর ব্যবস্থা থাকলেও গাফিলতির কারণে উড়োজাহাজ উড্ডীনের সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। বিঘ্নিত হচ্ছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সুনাম। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সচেতনতা অপরিহার্য হয়ে উঠেছে। পাখি তাড়ানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হওয়ায় বিমান উড্ডীনের সময় বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।

সর্বশেষ খবর