শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

উত্তর সিটির অনিয়ম

কর্তৃপক্ষের সচেতনতা কাম্য

ঢাকা উত্তর সিটি করপোরেশন অনিয়ম ও দায়িত্বহীনতার আখড়া হয়ে উঠেছে। আরব্য উপন্যাসের বাগদাদের চোররা যেন আস্তানা গেড়েছে এ সিটিতে। মশার লার্ভা নিধনে ঘটা করে আমদানি করা হয় জৈব কীটনাশক বিটিআই। কিন্তু এ ক্ষেত্রে যে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে তা অপ্রত্যাশিত বললেও কম বলা হবে। গৃহকর পরিশোধের ভুয়া রসিদ নিয়েও চলছে তোলপাড়। গত ৭ আগস্ট রাজধানীর গুলশান লেকে বিটিআই প্রয়োগের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র। অনুষ্ঠানে ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালস কোম্পানি থেকে ৫ টন বিটিআই আনা হয়েছে। প্রতি কেজির দাম পড়েছে ৩ হাজার ৩৮৫ টাকা। সে হিসাবে ৫ টনের দাম ১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা। সব মিলিয়ে ৫ কোটি টাকার বিটিআই আমদানির কথা জানায় উত্তর সিটি। অনুষ্ঠানে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালসের একজন প্রতিনিধির সঙ্গে সাংবাদিকদের পরিচয়ও করিয়ে দেওয়া হয়। বলা হয়, তিনি কোম্পানির এক্সপোর্ট ম্যানেজার এবং তিনি ডিএনসিসির কর্মীদের প্রশিক্ষণ দেবেন। মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানি কীটনাশকটি সরবরাহ করেছে। তারা দাবি করেছে, সিঙ্গাপুরের কোম্পানি বেস্ট কেমিক্যালসের উৎপাদক। তবে বেস্ট কেমিক্যালস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে, তারা এটি সরবরাহ করেনি। এমনকি তাদের নাম ব্যবহার করে যারা ‘বিটিআই’ সরবরাহ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে তারা। রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর ভয়াবহ থাবা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে মশা নিধনের জন্য যে কীটনাশক কেনা হয়েছে তাতে কারচুপির আশ্রয় কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঢাকা উত্তরে বিটিআই সরবরাহে জড়িত মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান। বেস্ট কেমিক্যালসের নামে জালিয়াতি করায় প্রতিষ্ঠানটি আইনগত পদক্ষেপ নিচ্ছে। গৃহকর নিয়ে যে জাল-জালিয়াতির অভিযোগ উঠেছে তা উদ্বেগজনক। গৃহকরের অর্থ আত্মসাৎ করার জন্য একটি চক্র যে উত্তর সিটিতে সক্রিয় তা সহজেই অনুমেয়। দেশের শীর্ষস্থানীয় সিটি করপোরেশনে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কর্তৃপক্ষকে সচেতন হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর