বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডেল কার্নেগির বিখ্যাত উক্তি

বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী ডেল কার্নেগির বিখ্যাত ‘হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল’ বইটি প্রকাশিত হয় ১৯৩৬ সালে। মানুষের মনস্তত্ত্ব বুঝতে হলে আজও এই বইটির জুড়ি নেই। কার্নেগির গবেষণার বিপুল ভান্ডার থেকে কয়েকটি উক্তি-

► জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না।

► আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ- এই তিনটিই শুধু মানুষকে গড়ে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের ওপর।

► অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

► জগতে যা সবচেয়ে খারাপ হতে পারে তা মেনে নাও। তুমি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হও তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সবচেয়ে খারাপ হতে পারে। এখন তুমি তোমার কাজে মনোযোগী হও। মনে রেখ শরীরের জন্য জীবন নয় বরং জীবনের জন্য শরীর। তুমি হয়তো বা ‘চার্লস ডিকেন্স’ বা শেকসপিয়র হতে পারবে না। কিন্তু তুমি তোমার সময়কালের সেরা একজন হতে পার।

► নিজের ইচ্ছাকে রোজ কাজে লাগান। যতবার পারেন চেষ্টা করুন। কঠিন কোনো কাজের চেষ্টা করুন। যে কাজ করতে আপনার আদৌ কোনো ইচ্ছা নেই। ‘সুখকে’ একবার ফিরিয়ে দিন। সুখকে অন্তত একবারের মতো ত্যাগ করুন। এটাই হলো ইচ্ছা সমন্বিত কাজের পথ, নিয়মিত কাজের পথ, সৎ উদ্দেশ্যপ্রণোদিত কাজের পথ।

সর্বশেষ খবর