রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চাঙা হচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি

বাংলাদেশকে ঋণের আরও ১০ কোটি ডলার পরিশোধ

শ্রীলঙ্কার অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। গেল আগস্টে দেশটির মূল্যস্ফীতির হার ৪ শতাংশে নেমে আসে। অর্থনৈতিক সংকটে হিমশিম খেতে থাকা দেশটি বাংলাদেশ থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছিল। কয়েকদিন আগে দেশটি সেই ঋণের দ্বিতীয় কিস্তিতে ১০ কোটি ডলার ফেরত দেয়। এতে ঋণের ৭৫ শতাংশ ফেরত দিল শ্রীলঙ্কা। এর আগে ১১ আগস্ট প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ফেরত দিয়েছিল। বাকি ৫ কোটি ডলার সেপ্টেম্বরের মধ্যে তারা পরিশোধ করবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালের এপ্রিলের দিকে শ্রীলঙ্কা বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে। কমে যায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর প্রভাবে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। জ্বালানি তেলের সংকটে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। থমকে যায় পরিবহন যোগাযোগ। রাজনৈতিক পালাবদলের পর অর্থনৈতিক চ্যালেঞ্জ সামলানোর কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। সে পথে অনেকটাই সফল দেশটি। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় এ ঋণ দেওয়া হয়। তিন কিস্তিতে নয় মাসের মধ্যে ঋণ পরিশোধের কথা থাকলেও আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কার সুবিধার্থে পরিশোধের সময় তাদের আবেদনের পরিপ্রেক্ষিত কয়েক দফায় বাড়ানো হয়। ঋণের বিপরীতে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। সেই সুদ নিয়মিত পরিশোধ করছে শ্রীলঙ্কা। মূল্যস্ফীতি কমে আসা ও বাংলাদেশ থেকে নেওয়া ঋণ ফেরত দেওয়ার ধারাবাহিকতা শ্রীলঙ্কার অর্থনীতি চাঙা হওয়ারই বার্তা দেয়।

সর্বশেষ খবর