রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

দেড় যুগের মধ্যে হবে ২০তম অর্থনীতি

বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে ইতিবাচক ভবিষ্যদ্বাণী করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট-ইআইইউ। তাদের মূল্যায়ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির একটি দেশ হবে।

এ তালিকায় বাংলাদেশের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াও থাকবে। ফলে চীনের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ হয়ে উঠবে আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশের বাজারের আকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে এ পূর্বাভাস দিয়েছে ইআইইউ। প্রতিবেদনে সম্ভাবনাময় খাত হিসেবে ইলেকট্রনিক ভোগ্যপণ্য, তথ্যপ্রযুক্তি সেবা, টেলিযোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি ও গাড়ির কথা বলা হয়েছে। এ প্রতিবেদনটি করা হয়েছে মূলত চীনের বিনিয়োগকারীদের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে কোন দেশগুলো আকর্ষণীয় গন্তব্য হতে পারে, সে সম্ভাবনার নিরিখে। চীনের বহুল আলোচিত অঞ্চল ও পথ উদ্যোগ দ্বিতীয় দশকে পদার্পণ করেছে। সে উপলক্ষে চীনের বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় একটি র‌্যাংকিং করেছে ইআইইউ। সে দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বাদশ। এক দশক আগে ২০১৩ সালেও এমন একটি র‌্যাংকিং করা হয়েছিল এবং তাতে বাংলাদেশের অবস্থান ছিল ৫২তম। অর্থাৎ গত এক দশকে চীনের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মাত্র এক দশকে ৫২তম স্থান থেকে ১২তম স্থানে উঠে আসা তার প্রমাণ।

এ ক্রমতালিকার বাজার সম্প্রসারণমূলক বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তালিকায়

প্রথম স্থানে আছে ইন্দোনেশিয়া। এরপর ভিয়েতনাম, মালয়েশিয়া, পাকিস্তান, কম্বোডিয়া, মিসর, ভারত ও তানজানিয়া। বাংলাদেশ দক্ষিণ

ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী একটি দেশ। বিশ্ব অর্থনীতির নেতৃস্থানীয় দুই দেশ চীন ও ভারতের মধ্যবর্তী দেশ হিসেবে বাংলাদেশের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধন ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। এ মৈত্রীর বন্ধন জিইয়ে রেখে বাংলাদেশ চীনের

সঙ্গে গড়ে তুলেছে গভীর অর্থনৈতিক সম্পর্ক। সবার সঙ্গে বন্ধুত্বেও নীতি বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা জুগিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর