বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আলুর বাজারে অস্থিরতা

সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নিন

ডিমের পর আলুর দাম অস্বাভাবিক হারে বেড়েছে এবং এ বিষয়ে সিন্ডিকেটের দিকে অঙ্গুলি তুলেছেন বোদ্ধাজনরা। বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা। ব্যবসায়ীরা আলু হিমাগারে রেখেছিলেন গড়ে ১৮ টাকা দামে। হিমাগারে আলু সংরক্ষণের খরচ কেজিপ্রতি ৫ টাকা যোগ করলে দাঁড়ায় ২৩ টাকা। সে আলু বাজারে ৫০ টাকা বিক্রি অতি মুনাফারই জানান দেয়। ভোগ্যপণ্যের বাজারে নৈরাজ্য সৃষ্টিকারী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের কোনো কর্তৃপক্ষ দেশে না থাকায় ঘটছে যথেচ্ছতার ঘটনা। সহজলভ্যতার কারণে একসময় ভাত- আলুভর্তা ছিল গরিব ও নিম্ন-মধ্যবিত্তের প্রধান খাবার। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় অনেক মধ্যবিত্ত পরিবারেও আবার ফিরে এসেছে আলুভর্তা। ধনী-গরিব সবার রান্নাঘরের আনাজ হিসেবেও আলুর কদর রয়েছে। সেই খাবারে সিন্ডিকেটের হাত পড়ায় সৃষ্টি হয়েছে কৃত্রিম সংকট। আলুর পর্যাপ্ত মজুদ থাকার পরও সিন্ডিকেটের কারণে দাম হয়েছে দ্বিগুণ। এ নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ। বোদ্ধাজনদের মতে, আলুর দাম বাড়ানোর পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। হিমাগারে মজুদ আলু ও উৎপাদনের তথ্য যাচাই করলেই বেরিয়ে আসবে সত্য। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সম্প্রতি সংবাদ সম্মেলন করে বলেছে, মুনাফালোভী একটি চক্র আলু মজুদ করে দাম বৃদ্ধি করছে। টিসিবির দৈনন্দিন বাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরে এ সময়ে প্রতি কেজি আলু সর্বনিম্ন ২৪ টাকা ও সর্বোচ্চ ৩০ টাকা দামে বিক্রি হয়েছে। এক মাস আগেও আলু ৩৬ টাকায় বিক্রি হয়েছে। আলুর পাশাপাশি গরিব মানুষের আমিষ বলে পরিচিত ডিম ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। দেশে এখন প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ ভারত থেকে ডিম আমদানি করলে সর্বোচ্চ ১২০ টাকায় এক ডজন ডিম কেনা যাবে। ব্রয়লার মুরগি কেনা যাবে ১৫০ টাকারও কম দামে। নিত্যপণ্যের দাম সরকারের জনপ্রিয়তায় স্মারক হিসেবে বিবেচিত হয়। এ ক্ষেত্রে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের প্রতি কঠোর হওয়া কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। আলু ও ডিমের সিন্ডিকেট ভাঙতে এখনই তৎপর হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর