সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাইবার প্রতারণা

প্রতারক অ্যাপগুলো বন্ধ করুন

সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। এ বিষয়ে কারোরই সংশয় থাকার কথা নয়। তবে এ যোগাযোগমাধ্যমের অপব্যবহার দুনিয়াজুড়ে সন্ত্রাস ও ধর্মান্ধতার বিষবাষ্প ছড়াচ্ছে। প্রতারণার মাধ্যমে সরল বিশ্বাসী মানুষকে সর্বস্বান্ত করার ক্ষেত্রেও এ মাধ্যমের জুড়ি নেই। বাংলাদেশের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে ‘মারফিন-ইনভেস্টমেন্ট ডট ওআরজি’ নামে একটি অ্যাপ মাত্র ১০ দিনেই বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দেওয়ার অফার দেয়। ‘মোবিক্রিপ’ নামে আরেকটি অ্যাপে বিনিয়োগের টাকা ২৫ মাসে ২৫০ শতাংশ করার প্রলোভন দেওয়া হয়। এমন শত শত অ্যাপ বাজারে অফার ছড়াচ্ছে এবং এসব অ্যাপের ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। ওইসব অ্যাপের ওয়েবসাইটে দেওয়া থাকছে দুবাই, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা কিংবা অন্য কোনো দেশের ঠিকানা। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার সুযোগ নিয়ে চলছে এখন অনলাইনে হরেক প্রতারণা। সম্প্রতি অনলাইন অ্যাপ ‘এমটিএফই’ অভিনব কায়দায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। অফিস কিংবা মালিককে না দেখেও এখানে বিনিয়োগ করেছিলেন প্রায় ৪০ লাখ মানুষ। ‘মারফিন-ইনভেস্টমেন্ট ডট ওআরজি’ নামে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে মোট পাঁচটি বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম পরিকল্পনায় বিনিয়োগ করা যাবে সর্বোচ্চ ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার টাকা। মাত্র ২৪ ঘণ্টা বা এক দিনেই ১৫ শতাংশ লাভ দেওয়ার প্রস্তাব। দ্বিতীয় পরিকল্পনায় দুই দিনে ৩০ শতাংশ লাভ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, যেখানে বিনিয়োগ করা যাবে ৫০০ থেকে ১ হাজার ৪৯৯ ডলার। ওয়েবসাইটটিতে ঠিকানা ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের। ‘মোবিক্রিপ’ নামের আরেক কোম্পানির প্রস্তাব ২৫ মাসে বিনিয়োগকৃত অর্থ ২৫০ শতাংশ করে দেওয়ার। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করলে তা আড়াই লাখ হয়ে যাবে এ সময়ে। তবে এ পর্যন্ত যারা এসব অ্যাপে বিনিয়োগ করেছেন তাদের সিংহভাগ সর্বস্ব হারিয়েছেন। প্রতারণায় লিপ্ত অ্যাপগুলো বন্ধে বিটিআরসিকে উদ্যোগ নিতে হবে। সাইবার প্রতারণা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিও জরুরি।

সর্বশেষ খবর