শিরোনাম
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চলুন সবাই গাছ লাগাই

আফতাব চৌধুরী

বৃক্ষ মানুষের পরম বন্ধু। কেবল পরিবেশ সংরক্ষণই নয়, পরিবেশগত ভারসাম্যের জন্য, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষ রোপণের ভূমিকার তাৎপর্য অনস্বীকার্য। বর্তমান সমাজজীবনে এবং বর্তমান বিশ্বে পরিবেশগত ভারসাম্যের জন্য বৃক্ষ রোপণ অতি জরুরি হয়ে দেখা দিয়েছে। এর মূলে যে কারণ তা আমাদের জানা খুব জরুরি।

*বৃক্ষ না থাকলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। তাই বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু। সে আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্যের যেমন উপকার করে তেমনি তার সৌন্দর্যে হৃদয় মন হয়ে ওঠে আপস্তুত। *গাছপালা দেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ করে। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বাতাসে জলীয় বাষ্প ধারণ-ক্ষমতা বাড়িয়ে আবহাওয়াকে শীতল করে ও প্রচুর বৃষ্টিপাতে সাহায্য করে।

*উদ্ভিদ জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে অধিক উৎপাদনে সাহায্য করে। *অঞ্চল বিশেষে গাছপালা সেখানকার আদি প্রবাহকে অনেকখানি নিয়ন্ত্রণ করে, ভূমিকে ক্ষয়ক্ষতির হাত রক্ষা করে।  *গাছপালা মূল ভূ-ভাগ ও নতুন সৃষ্ট চরাঞ্চলকে নদীর ভাঙন, বৃষ্টিপাত ও পানি স্ফীতির হাত থেকে রক্ষা করে। এতে মাটির স্থিতিশীলতা বজায় থাকে। *অঞ্চল বিশেষের পানি সংরক্ষণ, বৃষ্টি নিয়ন্ত্রণ ও বিতরণ সেখানকার গাছপালা বহুলাংশে নিয়ন্ত্রণ করে। *বৃক্ষাদি ঝড়ঝঞ্ঝা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাসগৃহকে রক্ষা করে। কিন্তু পরিতাপের বিষয়, বৃক্ষের এত সব উপকারী দিক থাকা সত্ত্বেও সচেতনতার অভাবে আমাদের দেশের মানুষ নির্দ্বিধায় গাছপালা কেটে রান্নাবান্নার কাজে ব্যবহার করছে, ইটভাটাসহ শিল্পকারখানা, আবার কখনো চাষাবাদের জন্য গাছপালা কেটে সম্পূর্ণ বনকেই নিঃশেষিত করে ফেলছে। *এভাবে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে শুধু বাংলাদেশে নয়, বিশ্ব পরিবেশে দেখা দিয়েছে গ্রিন হাউস প্রতিক্রিয়া।

বিশ্ব পরিবেশ আজ বিপর্যস্ত ও হুমকির সম্মুখীন। তাই আমাদের পরিবেশ তথা আবহাওয়া, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং খরার কারণে খাদ্য ঘাটতির হাত থেকে দেশকে রক্ষার নিমেত্তে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। অর্থনৈতিক কারণে বনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করে দেশে বন সম্প্রসারণের উদ্দেশে প্রতি বছর বৃক্ষ রোপণ অভিযান খুবই জোরদার করতে সক্ষম হয়েছে। এর ফলশ্রুতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের সব অঞ্চলে ব্যাপকভাবে বনায়ন শুরু হয়েছে। আসুন আমরাও গাছ লাগাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর