শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে শুভ সূচনা

টাইগারদের আফগান জয়ে অভিনন্দন

বিশ্বকাপের সূচনা ম্যাচে বাংলাদেশ আফগানদের উড়িয়ে নিজেদের শুভ সূচনা করেছে। অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স এবং শান্তর হাফ সেঞ্চুরিতে অর্জিত হয়েছে সহজ জয়। ৯২ বল হাতে রেখেই টাইগাররা যে জয় পেয়েছে তা এককথায় অনন্য। আফগানদের ৬ উইকেটে হারানো বিশ্বকাপে বাংলাদেশের সেরা জয়গুলোর একটি। ১০ অক্টোবর টাইগাররা এ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পরিচিত ধর্মশালায় মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ক্রিকেট মহাযজ্ঞে টানা তিন আসরের সূচনা ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ক্যানবেরায় ১০৫ রানে, ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায়। এবার হারাল আফগানিস্তানকে ৬ উইকেটে। এ ছাড়া ২০০৭ সালের সূচনা ম্যাচেও ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ২০১১ সালে হেরেছিল ভারতের কাছে। চলতি বিশ্বকাপ আবার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পঞ্চম বিশ্বকাপ। মাহমুদুল্লাহ রিয়াদ খেলছেন চতুর্থ বিশ্বকাপ। ধর্মশালায় এর আগে তিনটি টি-২০ খেলেছিল টাইগাররা। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপ রাউন্ডের ম্যাচ তিনটি খেলেছিলেন। সে হিসেবে ধর্মশালার উইকেট একেবারে অপরিচিত ছিল না সাকিবদের। টস জিতে সাকিব ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আফগানিস্তানকে। দলটির বিরুদ্ধে আগের দুই আসরেও জয় পেয়েছিলেন টাইগাররা। ক্যানবেরা ও সাউদাম্পটনে জিতেছিলেন সাকিবরা। শনিবার বল হাতে নেমে ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের ঘূর্ণি ও পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। অধিনায়ক সাকিব ৩, মিরাজ ৩, শরিফুল ২, মুস্তাফিজ ১ ও তাসকিন ১ উইকেট নিয়ে সাহসী আফগানদের বিধ্বস্ত করে দেন। বিশ্বকাপের সূচনা ম্যাচে টাইগারদের জয় তাদের জন্য স্বস্তির। তবে পরবর্তী ম্যাচগুলোতেও প্রথম ম্যাচের লড়াকু মনোভাব বজায় রাখতে হবে। প্রথম জয়ে আত্মপ্রসাদে ভুগলে চলবে না। সবারই জানা শেষ ভালো যার সব ভালো তার। সাকিব বাহিনীকে অভিনন্দন।

সর্বশেষ খবর