মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঢাবিতে বিশেষ সমাবর্তন

বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি (মরণোত্তর) প্রদান করেছে। তাঁর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ উপলক্ষে বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ডক্টর অব লজ ডিগ্রি লাভ স্মরণীয় ঘটনা। বঙ্গবন্ধু এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। গণমানুষের আন্দোলন সংগ্রামের পথিকৃৎ ছিলেন তিনি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা এসেছে যার নেতৃত্বে তাঁকে মরণোত্তর ডক্টর অব লজ ডিগ্রিতে সম্মানিত করে প্রকারান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেকেই সম্মানিত করেছে। সমাবর্তনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডিগ্রির স্মারক তুলে দেন। সমাবর্তন বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দিয়ে যে সম্মান প্রদান করা হলো, এ সিদ্ধান্ত যারা গ্রহণ করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। বলেন, মুজিবকন্যা হিসেবে আজ তাঁর জন্য বিশেষ একটি দিন, তাঁকে সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছেন। প্রধানমন্ত্রী সমাবর্তন বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমি নিজেও গর্ববোধ করি। আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা যেন হয় এবং গবেষণাকে যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। বঙ্গবন্ধু অকৃত্রিম ত্যাগ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। ফিরে এসে দেশ গড়ার কাজ করেছেন। মাত্র তিন বছর সাত মাস তিন দিন হাতে পেয়েছিলেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি স্বল্পোন্নত দেশে পরিণত করে গিয়েছিলেন। তখন ১২৬টি দেশ আমাদের স্বীকৃতি দিয়েছিল। তাঁর মতো নেতৃত্ব ছিল বলেই তা সম্ভব হয়েছিল। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে গবেষণায় গুরুত্ব দেওয়ার যে তাগিদ দিয়েছেন তা খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর পরামর্শকে বিশেষ গুরুত্ব দেবে এবং দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও গৌরব প্রতিষ্ঠায় অবদান রাখবে।

সর্বশেষ খবর