বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইমাম সম্মেলন

শান্তি ও মানবতার ধর্ম ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ-২০২৩’ অনুষ্ঠানে ইসলামকে শান্তি সৌহার্দ ও মানবতার ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের প্রতি তৃণমূলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বলেছেন, অন্যায়-অবিচার বা সন্ত্রাস জঙ্গিবাদ যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ দফায় সারা দেশে নবনির্মিত আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমে মদিনার পবিত্র মসজিদ-ই-নববীর ইমাম শেখ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াইজানকে সঙ্গে অন্য দুটি প্যান্ডেল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী এবং পবিত্র মসজিদ-ই-নববীর ইমাম উভয়ই দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানস্থলে সমবেত ইমামদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী জাতীয় ইমাম কাউন্সিলে যোগ দেওয়ার জন্য ইমামদের ধন্যবাদ জানান এবং দেশ ও জনগণের মঙ্গল কামনা করার জন্য তাদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রী জাতীয় ইমাম সম্মেলনে ইমামদের প্রতি তৃণমূল পর্যায়ে শান্তি বজায় রাখার যে আহ্বান জানিয়েছেন তা খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে ধর্মপ্রিয়। দেশের প্রায় নব্বই শতাংশ মানুষের ধর্ম ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। সন্ত্রাস জঙ্গিবাদ এবং জুলুমের সঙ্গে ইসলামের দূরতম সম্পর্কও নেই। অথচ মতলববাজরা অতীতে ধর্মের নামে জঙ্গিবাদের বিষবাষ্প ছড়িয়েছে। শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়িয়ে দিয়েছে। দেশের তৃণমূল পর্যায়ের মানুষের ওপর ইমামদের ব্যাপক প্রভাব রয়েছে। সমাজে তাদের শ্রদ্ধার চোখে দেখা হয়। ইসলামের শান্তি ও কল্যাণের পথে তৃণমূল পর্যায়ের মানুষকে তারা উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিশিষ্ট ভূমিকা পালন করতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর