শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিকদের ওপর হামলা

মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলবিশেষের সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শাস্তি পেতেই হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, সাংবাদিকদের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে তা অমানবিক এবং ন্যক্কারজনক। এত অমানবিক আচরণ একটা রাজনৈতিক দলের হয় না। এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরে তাদের আসল চেহারা সামনে নিয়ে আসতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দশম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা এবং কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনেক মিডিয়ায় নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মিডিয়া মালিকদেরও কল্যাণ ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সমাবেশের নামে ২৮ অক্টোবরের সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের মাটিতে ফেলে পেটানো আমার মনে হয় বাংলাদেশে এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা কখনো ঘটেনি। সাংবাদিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের চেহারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধী দলের সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে তার সরকার জনকল্যাণে, দেশের উন্নয়নে যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে তাও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিএফইউজের সম্মেলনে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই প্রাসঙ্গিক ও প্রশংসার দাবিদার। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের ওপর চড়াও হওয়ার প্রবণতা আর যাই হোক গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সহায়ক নয়। এ প্রবণতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর