মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সবজি চাষিরা হতাশ

কৃষিপণ্যের ক্রেতা নেই

হরতাল অবরোধ নৈরাজ্যের রাজনীতি বগুড়ার সবজি চাষিদের মেরুদন্ড ভেঙে দিচ্ছে। ক্রেতা না থাকায় তারা হাটে সবজি এনে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন না। যারা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি বের করছেন তারা ঢাকা-চট্টগ্রাম সিলেট প্রভৃতি গন্তব্যস্থলে যেতে দ্বিগুণ বা তার চেয়ে বেশি ভাড়া দাবি করছেন। অবরোধের কারণে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সবজির বাজার মহাস্থান হাটে কৃষিপণ্যের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। পর্যাপ্ত সবজির সরবরাহ থাকলেও ক্রেতা ও পরিবহন সংকটে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। কৃষকদের ক্ষোভ, এভাবে চলতে থাকলে তারা নতুন করে সবজি আবাদে উৎসাহ হারাবেন। শীতকালীন আগাম জাতের বিভিন্ন ধরনের সবজি বিক্রির জন্য হাটে এনে ক্রেতার জন্য অপেক্ষা করছে কৃষক। হাটজুড়ে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা একেবারেই হাতে গোনা। মহাস্থান হাটে এক সপ্তাহ আগের চেয়ে প্রতিটি সবজির দাম অর্ধেকের চেয়েও কম। ব্যবসায়ীদের মতে, সবজি কিনে যদি রাজধানী বা অন্য বাজারে পাঠানো না যায় তাহলে কিনে লাভ নেই। অবরোধের কারণে ট্রাক বের হতে চাচ্ছে না। যে দু-একজন ট্রাক নিয়ে যেতে চায় তারাও দাম হাঁকছে দ্বিগুণ। ফলে ক্রেতারা সবজি কেনার সাহস পাচ্ছেন না। মহাস্থান হাট থেকে কেনা সবজি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মোকামে পাঠানো হয়। এসব মোকামে সবজি পাঠাতে ট্রাকভাড়া গড়ে ১০ থেকে ১২ হাজার টাকা বেশি লাগছে। কৃষক সবজির দাম না পেলেও রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট প্রভৃতি নগর এলাকায় ভোক্তাদের অনেক বেশি দামে সবজি কিনতে হচ্ছে। বিরোধী দলের আন্দোলন সরকারকে কতটা চাপের মুখে রাখতে পেরেছে তা নিয়ে বিতর্ক থাকলেও সাধারণ মানুষ পড়েছে মহাসংকটে। তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষের কোনো দাম না থাকায় তারা রাজনৈতিক মতপার্থক্য নিরসনের বদলে সংকট সৃষ্টির বাঁকাপথে হাঁটছে। এ অবস্থার অবসান হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর