বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের লঙ্কাবধ

জয়ের ধারা জিইয়ে রাখতে হবে

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়। বিশ্বকাপের আসরে বাংলাদেশের শুরুটা ছিল আশা জাগানিয়া। আফগানদের তারা হারিয়ে দেয় দাপটের সঙ্গে খেলে। তারপরের ইতিহাস লাগাতার লজ্জার। ৬ হারের ধাক্কা সামলে সোমবার বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে টাইগাররা। টানা হারে পাহাড়চাপা পড়েছিলেন সাকিব, শান্তরা। তার ওপর সোমবার নতুন করে যোগ হয়েছিল বিতর্কিত ‘টাইমড আউট’। দূষণ নগরী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সবকিছুকে কফিনবন্দি করে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে টাইগাররা। দুর্দান্ত ব্যাটিং করেছেন নাজমুল শান্ত ও সাকিব আল হাসান। অবিশ্বাস্য ব্যাটিংয়ে দুজনে ১৬৯ রানের জুটি গড়েন। দুজনের গড়ে দেওয়া জুটিতে ৩ উইকেটের অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপে এর আগে কখনই শ্রীলঙ্কাকে হারায়নি টাইগাররা। ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে হেরেছে তারা লঙ্কানদের কাছে। ২০১৯ সালে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এবারই টাইগারদের প্রথম জেতার সুযোগ হলো- তাও আবার ৫৩ বল হাতে রেখে। অবিস্মরণীয় এ জয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা জিইয়ে রাখল বাংলাদেশ। একই সঙ্গে পয়েন্ট টেবিলের সাতে উঠল। ঘটনাবহুল এক ম্যাচ উপভোগ করল বিশ্বকাপ ক্রিকেট। চিরস্থায়ী সাক্ষী হলো অরুণ জেটলি স্টেডিয়াম। রাজধানী দিল্লির দূষণকে কফিনচাপা দিয়ে সোমবার সব আলো কেড়ে নিয়েছিল ‘টাইমড আউট’। সব আলো টেনে নিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন ম্যাথুস। ইতিহাসের পাতায় আলাদাভাবে জায়গা নিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এতদিন দিল্লির দূষণ ছিল ম্যাচের মূল আলোচ্য বিষয়। কিন্তু ২৫তম ওভারের ‘টাইমড আউট’-এর ‘চার মিনিট’ ম্যাচের ফোকাস আলাদাভাবে টেনে নেয়। টার্গেট ২৮০ রান। মাত্র ৯ রানে তৃতীয় ওভারের প্রথম বলেই বিদায় দেন সাজ ঘরে। লিটনও ২৩ করে বিদায় নেন। কিন্তু শান্ত-সাকিব জাদুতে টাইগার সমর্থকরা জয়ী হয়েই মাঠ ছেড়েছেন। জয়ের এ ধারা আগামীতেও ধরে রাখতে হবে। অভিনন্দন টাইগারদের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর