বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা

জনসচেতনতার বিকল্প নেই

সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। বছরের এমন কোনো দিন নেই যেদিন সড়ক দুর্ঘটনায় কারও না কারও মৃত্যু হচ্ছে। এমন কোনো দিন নেই যেদিন স্বজন হারানোর কান্নায় আকাশ-বাতাস ভারী হচ্ছে না। মঙ্গলবার একই দিন ১৪ জনের প্রাণহানি ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। তার মধ্যে চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার হাটহাজারীর চারিয়া ইজতেমার মাঠসংলগ্ন খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। অটোরিকশাটি ভাটিয়ারী থেকে বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। বাসটি যাচ্ছিল ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সবাই নিহত হন। একই দিন চট্টগ্রামের কর্ণফুলী থানার সিইউএফএল ১৫ নম্বর ঘাট এলাকায় ট্রাকের চাপায় ওই ট্রাকের হেলপার নিহত হয়েছেন। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাইপাস শিকারিকান্দায় বাস-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী সদর উপজেলায় গাড়িচাপা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ওয়াপদা পূর্ব শুল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটলেও তার রাশ টেনে ধরার কোনো উদ্যোগ নেই। চালক, পথচারী সবার গাফিলতিতে ঘটছে একের পর এক দুর্ঘটনা। মৃত্যুর মিছিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে বিপুলসংখ্যক মানুষ। আহতদের অনেককে সারাজীবন পঙ্গু হয়ে থাকতে হচ্ছে। এ অবস্থার অবসানে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর