রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে রেললাইন

উন্নয়নের চমক দেখিয়ে ভোটপ্রার্থনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুলপ্রত্যাশিত দোহাজারী-কক্সবাজার রেলপথ ও দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেছেন। দেশজুড়ে বিরোধী দল যখন হরতাল-অবরোধের রাজনীতিতে জনগণকে টানার নিরন্তর প্রয়াস চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী একের পর এক মেগা প্রকল্পের উদ্বোধন করে সারা দেশের দৃষ্টি নিজেদের দিকে নিয়ে ভোটপ্রার্থনা করছেন। দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের মাধ্যমে পর্যটননগরী কক্সবাজার রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে। কক্সবাজারে রেলপথ স্থাপনের চিন্তাভাবনা করা হয়েছিল সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ১৩৩ বছর আগে ১৮৯০ সালে। তারপর ব্রিটিশ-পাকিস্তানি দুঃশাসন শেষে স্বাধীনতার ৫২ বছর পর স্বপ্নের সেই রেলপথ তৈরি ও চালু সম্ভব হলো বর্তমান সরকারের আমলে। গতকাল দুপুর ১টায় উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘কথা দিয়েছিলাম, কথা রাখলাম। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেললাইন নির্মাণ হলো। রেলসংযোগে অন্তর্ভুক্ত হলো দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রেললাইন নির্মাণ। সেই রেললাইনের উদ্বোধন হলো। প্রধানমন্ত্রী এ বক্তব্যের সঙ্গে সঙ্গে আইকনিক রেলস্টেশন এবং এরপর ১০১ কিলোমিটার দীর্ঘ দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন। আইকনিক রেলস্টেশন ও দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৮৮ হাজার কোটি টাকা। মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর চ্যানেলের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ শুধু ওই এলাকা নয়, পাল্টে দেবে বাংলাদেশকে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করবে এ গভীর সমুদ্রবন্দর।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর