বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উন্নয়ন উৎসব

একসঙ্গে ১০০৪১ অবকাঠামো উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মঙ্গলবার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ প্রকল্পগুলো উদ্বোধন করা হয়। এ সময় গণভবনের সঙ্গে ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারা দেশের ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিল। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১১ জেলার সাতটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ নিয়ে দেশের ৩২টি জেলা ও ৩৯৪ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত করা হলো বর্তমান সরকারের আমলে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। একসঙ্গে ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমিন্বত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন নিঃসন্দেহে দেশের জন্য একটি বড় ঘটনা। পাকিস্তানি দুঃশাসনে বাংলাদেশ ছিল বিশ্বের পিছিয়ে পড়া একটি জনপদ। মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনী গণহত্যা চালানোর পাশাপাশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশজুড়ে। বাংলাদেশের মানুষ যাতে কোনো দিন সোজা করে উঠে দাঁড়াতে না পারে সে লক্ষ্য নিয়ে চরম বর্বরতার আশ্রয় নিয়েছিল তারা। রূপকথার ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকে উড়াল দেওয়ার সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। বিশেষত গত দেড় দশকে বাংলাদেশে যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তা কল্পনাকেও হার মানায়। বিশ্বজুড়ে বাংলাদেশকে দেখা হচ্ছে উন্নয়নের মডেল হিসেবে। মনে হচ্ছে, সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ যখন হরতাল-অবরোধের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করছে তখন সরকার বেছে নিয়েছে ভিন্ন কৌশল। নির্বাচনের আগে একের পর এক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তারা গণমানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। এ কৌশল কতটা সফল হবে তা আগামী নির্বাচনেই প্রমাণ হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর