বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেখ হাসিনা সরণি

আধুনিক ঢাকার নতুন গেটওয়ে

রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের কাঞ্চন ব্রিজ পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ ১২ লেন ও আটটি এক্সপ্রেসওয়ে সংবলিত ৩০০ ফুট ‘শেখ হাসিনা সরণি’ আধুনিক ঢাকার নতুন গেটওয়ের মর্যাদা পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রী গত মঙ্গলবার দেশের প্রথম ১২ লেন বিশিষ্ট এ সড়কটি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন আরও অনেক প্রকল্পের সঙ্গে। ১২ লেন সড়কের দুই পাশে থাকবে সুপ্রশস্ত খাল। যা শুধু সৌন্দর্যবধনই করবে না, পানি নিষ্কাশন ও নৌ চলাচলের উপযোগী করেও গড়ে তোলা হচ্ছে। সাড়ে ১২ কিলোমিটার সড়কের মধ্যে রাজধানীর কুড়িল থেকে বালু নদী পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়কটি ১২ লেনবিশিষ্ট। এর মধ্যে আট লেন সড়ক এক্সপ্রেসওয়ে। বাকি চার লেন সড়ক স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস রোড। বালু নদী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের ছয় লেন এক্সপ্রেসওয়ে, চার লেন সার্ভিস রোড। শেখ হাসিনা সরণির দুই পাশে ১০০ ফুট খালের জন্য ৯০.১৫ একর, বোয়ালিয়া এবং ডুমনি খালের জন্য ৯৪.৬৪ একরসহ সর্বমোট ১৮৪.৭৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যাতায়াতের সুবিধার্থে খালের ওপর ১৩টি আর্চ ব্রিজ নির্মাণ, রাস্তার ওপর বিভিন্ন স্থানে ১২টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। পাঁচটি ইন্টারসেকশন তৈরি করা হয়েছে। এর মধ্যে কুড়িল থেকে বালু নদী পর্যন্ত দুটি ও বালু নদী থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত তিনটি। স্লুইসগেট ও পাম্প হাউস নির্মাণ করা হয়েছে পানি নিষ্কাষণের সুবিধার্থে। একই সঙ্গে ছয়টি আন্ডারপাস, ৩৬.৮ কিমি ওয়াকওয়ে, ১২.৫ কিমি সীমানা প্রাচীর নির্মাণ, ছয়টি স্থানে ফুটওভার ব্রিজ, ১১৭০টি সড়ক বাতি স্থাপন ও ১১টি সাবস্টেশন স্থাপন এবং ৬০ হাজার নানান প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। শেখ হাসিনা সরণির বদৌলতে পরিকল্পিত পূর্বাচল নতুন শহর ও শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজতর হবে। চট্টগ্রাম, সিলেট, নরসিংদী ও গাজীপুরের নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি হবে। এই ১২ লেনের সড়ক দেশের সবচেয়ে প্রশস্ত সড়কই শুধু নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে হিসেবে বিবেচিত। এ সরণির কল্যাণে পূর্বাচলের নগরায়ণের কাজেও গতি আসবে বলে আশা করা যায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর