রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঘূর্ণিঝড় মিধিলি

ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ান

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি দেশের উপকূলভাগে চার ঘণ্টা তাণ্ডব চালিয়ে শুক্রবার বিকাল ৩টার দিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করে। বড় মাপের কোনো আঘাত না হানলেও গাছ উপড়ে ও ডাল ভেঙে চারজনের প্রাণহানি ঘটেছে। টাঙ্গাইলের বাসাইল, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই এবং শরীয়তপুরের গোসাইরহাটে ঘটেছে ওইসব প্রাণহানি। শুক্রবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ বাংলাদেশের উপকূল স্পর্শ করে। দুপুর ১টার দিকে এটি পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা ও পায়রা উপকূল অতিক্রম শুরু করে। ৩টার দিকে উপকূল অতিক্রম শেষ করে। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা অবধি ছিল বৃষ্টি। টানা ভারী বৃষ্টিতে বরিশাল, বাগেরহাট, পটুয়াখালীসহ উপকূলীয় অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ৭ নম্বর বিপৎসংকেত জারির পর মোংলা বন্দরে অবস্থানরত ১৪টি বিদেশি জাহাজে পণ্য ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিংয়ের পাশাপাশি লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিতে রেড ক্রিসেন্টের সিপিপি সদস্যসহ ৪ হাজার স্বেচ্ছাসেবী মাঠে তৎপর ছিল। সুন্দরবন থেকে সব পর্যটককে সকালের মধ্যেই নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়। বঙ্গোপসাগরে থাকা কয়েক হাজার ফিশিং ট্রলার সুন্দরবনসংলগ্ন উপকূলের বিভিন্ন মৎস্যবন্দরে আশ্রয় নেয়। দুই দিন টানা বৃষ্টির কারণে দুবলার চরে শুঁটকিপল্লীর প্রায় ২ কোটি টাকার আধা শুকনো ও কাঁচা মাছ নষ্ট হয়ে গেছে। বাগেরহাট জেলাজুড়ে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পশুর চ্যানেলে ডুবে গেছে কয়লাবোঝাই একটি লাইটারেজ জাহাজ। মিধিলির দাপটে ফসলের ক্ষতি হয়েছে উপকূলভাগে। চট্টগ্রাম মহানগরে দেখা দেয় জলাবদ্ধতা। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও বাধাগ্রস্ত হয় ঝড়ের কারণে। অস্বাভাবিক জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় বিভিন্ন স্থান বেড়িবাঁধ উপচে নিচু এলাকা প্লাবিত হয়েছে। আমন ধান ও সবজির ক্ষতি কৃষকের জন্য বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর