রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চার দুরারোগ্য রোগ

চিকিৎসা ব্যয় মেটাতে মানুষ নিঃস্ব হচ্ছে

দেশে অসংক্রামক দুরারোগ্য রোগের সংখ্যা বাড়ছে। স্ট্রোক, ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েই চলেছে। অল্প বয়সেই এখন এসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতদিন সবার ধারণা ছিল স্ট্রোক শুধু বয়স্কদের হয়। এখন পরিবর্তন হয়েছে। তরুণদের স্ট্রোকের সংখ্যা বেড়েছে। ৪০ বছরের নিচে স্ট্রোক রোগী শতকরা ১০ ভাগ। একই সঙ্গে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুও বেড়েছে ৪০ বছরের নিচে। স্ট্রোক দুই ধরনের। রক্ত জমাট বেঁধে ও রক্তনালি ফেটে গিয়ে। দেশে হৃদরোগীও বাড়ছে। আশঙ্কার কথা হলো, ৪০ বছরের নিচের বয়সীদের আক্রান্ত হওয়ার হার বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে, মানুষ কায়িক পরিশ্রম একদম কমিয়ে দিয়েছে। আগে মানুষ মাঠে খেলাধুলা করত কিন্তু এখন মেদ, স্থূলতা নিয়ে ভুগছে। উৎসব, আনন্দে ঘরের তৈরি খাবারের চেয়ে অনলাইনে জাঙ্কফুড অর্ডার করছে। এ ছাড়া ডায়াবেটিস আক্রান্ত ও ধূমপায়ীরাও হৃদরোগের ঝুঁকিতে আছে। পারিবারিক রোগের ইতিহাস থাকলে বংশগত কারণে অনেকে এসব রোগে আক্রান্ত হয়। দেশে প্রতিনিয়ত বাড়ছে দুরারোগ্য ব্যাধি কিডনি ও ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে ভুগছে। প্রতি বছর দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছে ক্যান্সারে। খাদ্যাভ্যাস, ফসলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, খাদ্যে ভেজাল, অতিরিক্ত ওষুধ সেবনকে দায়ী করছেন চিকিৎসকরা। ডায়াবেটিস ও হাইপারটেনশনে থাকা মানুষের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অসংক্রামক দুরারোগ্য রোগের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। বিশেষ করে ক্যান্সার ও কিডনি আক্রান্তদের পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। স্ট্রোক, হার্ট, ক্যান্সার ও কিডনি রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির পেছনে আমাদের জীবনযাত্রার নেতিবাচক প্রবণতা অনেকাংশে দায়ী। স্থূল মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ধূমপান ও মাদকাসক্তিও এসব রোগের পেছনে মদদ জোগাচ্ছে। উদ্বেগজনক বিষয় হলো, এখন শিশুরাও এসব রোগে আক্রান্ত হচ্ছে; যা কোনোভাবেই কাম্য হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর