বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঢাকা-কক্সবাজার রুট

১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল

ঢাকা থেকে ৫৩৫ কিলোমিটার দূরবর্তী কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলবে ১ ডিসেম্বর থেকে। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনেই এমন একটি শুভ সূচনার অপেক্ষায় দেশবাসী। ট্রেন যাত্রাকে সামনে রেখে আজ থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। কক্সবাজার এক্সপ্রেস চলবে ননস্টপ সার্ভিসে। পর্যটন শহরে ট্রেনে যাওয়া নিয়ে ইতোমধ্যে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। ঢাকা বা কক্সবাজার থেকে টিকিট সংগ্রহকারীরাই চট্টগ্রাম স্টেশনে ওঠানামা করতে পারবেন তবে সেখান থেকে টিকিট কেটে কারোর ট্রেনে সুযোগ থাকবে না। স্মর্তব্য, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধন করেন। ওই দিনই ১ ডিসেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচলের কথা ঘোষণা করা হয়। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রেললাইনটি। দক্ষিণ কোরিয়া থেকে আনা উন্নতমানের নতুন ১৮টি কোচসংবলিত আন্তনগর ট্রেন চালানো হবে এই রুটে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রাথমিকভাবে এক জোড়া ননস্টপ রেল চলাচল করবে। এটির আসন ৭৮০টি। সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে। ৮ ঘণ্টা ১০ মিনিটের এ যাত্রাপথে শুধু ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে অপারেশনাল বিরতি করবে। একইভাবে দুপুর ১টায় কক্সবাজার ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা-কক্সবাজার সরাসরি বিরতিহীন রেল যোগাযোগ পর্যটন কেন্দ্রে যাওয়া আসার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। তবে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বন্ধ থাকার পাশাপাশি প্রতিদিন একটি করে ট্রেন চলাচল যাত্রীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে। অনেকের মতে প্রতিদিনই এই রুটে একাধিক ননস্টপ ট্রেন সার্ভিস চালু করা যেতে পারে। নিদেনপক্ষে চট্টগ্রামে যাত্রী ওঠানামার সুযোগ দিয়ে একাধিক ট্রেন সার্ভিস চালু করার কথা ভেবে দেখা উচিত। ঢাকা কক্সবাজার ননস্টপ ট্রেন সার্ভিস পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার ক্ষেত্রে যাতে আন্তর্জাতিক মান বজায় রাখা হয় সে দিকে লক্ষ্য রাখাও জরুরি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর