বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রহস্যপুরুষ রাসপুতিন

রহস্য পুরুষ রাসপুতিনের জন্ম ১৮৬৯ সালে সাইবেরিয়ার ছোট্ট একটি গ্রামে। রাসপুতিনের বাবা ঘোড়া পালতেন। একবার তাদের কয়েকটা ঘোড়া চুরি হয়। ঠিক সে সময় বালক রাসপুতিন ঘোড়া চোরের নাম বলে দেন। পরে রটে যায় রাসপুতিনের আধ্যাত্মিক ক্ষমতা আছে। ১৯০৩ সালে তিনি চলে যান সেন্ট পিটার্সবার্গে। তখন তিনি নিজেকে আধ্যাত্মিক সাধক হিসেবে ঘোষণা করেন। যার রয়েছে রোগমুক্তির ক্ষমতা। দাবি করেন ভবিষ্যদ্বাণী করার ক্ষমতার কথাও। রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাস ও সম্রাজ্ঞী জারিনা আলেক্সান্দ্রা কোনো পুত্রসন্তানের জন্ম দিতে ব্যর্থ হন। পরপর চার কন্যাসন্তান জন্ম দেওয়ার পর তারা পুত্রসন্তানের জন্য উদগ্রীব হয়ে ওঠেন। শেষ পর্যন্ত জারিনা আলেক্সান্দ্রা ১৯০৪ সালে এক পুত্রসন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় আলেক্সি নিকোলায়েভিচ। জার ও জারিনা সিংহাসনের উত্তরাধিকারের ভাবনা থেকে মুক্ত হলেও দুর্ভাগ্য পিছু ছাড়ে না। তাদের সন্তান আক্রান্ত হয় হেমোপিলিয়া রোগে। রাজপুতিন যুবরাজকে সুস্থ্য করে তুলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর