বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাদিস

♦ যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে, তখন মনে করবে, তোমার সামনে মহান আল্লাহতায়ালা, পেছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, নিচে পুলসিরাত।

♦ সব কাজই নিয়তের ওপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। (সহিহ বুখারি : ০১-মুসলিম : ১৯০৭)

♦ বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচাইতে নিকটবর্তী হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর