শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিশু নির্যাতন

রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখুন

দেশে শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক অস্থিরতার শিকার হচ্ছে শিশুরা। চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত ৪৪৯ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময়ে ৯৭১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৯২ শিশু। বুধবার বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি ও করণীয় নিয়ে আয়োজিত সংলাপে এমন তথ্য তুলে ধরা হয়েছে। আসন্ন নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার পাশাপাশি যে কোনো রাজনৈতিক কর্মসূচির কারণে শিশুরা যাতে ঝুঁকিতে না পড়ে সেটি নিশ্চিত করার জন্য কোয়ালিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয়েছে ওই সংলাপে। এতে বলা হয়, সারা দেশে ২০২০ সালে ১ হাজার ৭১৮ জন, ২০২১ সালে ১ হাজার ৪২৬ জন, ২০২২ সালে ১ হাজার ৮৮ জন এবং ২০২৩ সালে ২৫ নভেম্বর পর্যন্ত ৯৭১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। ২০২২ সালে ৫১৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়। এ বছর ৮১ জন শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে বখাটেরা উত্ত্যক্ত করে ৫৬ শিশুকে। গত বছর ওই সংখ্যা ছিল ৬৬টি। এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাল্যবিয়ের শীর্ষে বাংলাদেশ, যা মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দেশের ৫১ শতাংশ কিশোরী বাল্যবিয়ের শিকার হচ্ছে এবং তাদের ২৭ শতাংশের বিয়ে হচ্ছে ১৫ বছর বয়স হওয়ার আগেই। যোগ্যতাভিত্তিক যে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে তার সুফল নিশ্চিত করতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয় সংলাপে। দেশের সংসদ নির্বাচনের আগে শিশু অধিকার নিয়ে কাজ করে এমন এনজিওগুলোর কোয়ালিশনের আয়োজিত সংলাপ খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের দেশে নির্বাচনে শিশুদের যথেচ্ছভাবে ব্যবহার করা হয়। রাজনৈতিক সংঘাতের নির্মম শিকার হয় তারা। আশা করা যায় রাজনৈতিক দলগুলো শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অবিমৃশ্যকারিতা থেকে দূরে থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর