রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ইতিহাস

৭ জুনের আন্দোলন

নির্যাতন-নিপীড়ন চালিয়েও ছয় দফার আন্দোলন দমন করা যায়নি। গণমানুষের ক্রমবর্ধমান সমর্থনে দুর্বার হয়ে ওঠে এ আন্দোলন। তবে আওয়ামী লীগ নেতাদের ঢালাওভাবে গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের কারণে তাদের পক্ষে কাজ চালানো কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এ অবস্থায় ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফার পক্ষে জনমত গড়ে তুলতে ও জেলজুলুম-নির্যাতনের প্রতিবাদ জানাতে ঢাকাসহ সারা দেশে সকাল-সন্ধ্যা ধর্মঘট ডাকা হয়। আওয়ামী লীগের নামে হরতাল ডাকা হলেও আন্দোলনের এ কর্মসূচি সফল করার কার্যকর ক্ষমতা সে মুহূর্তে দলের মূল সংগঠনের ছিল না। কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রায় সব নেতা হয় কারাবন্দি নতুবা পলাতক অবস্থায় ছিলেন। এ প্রতিকূল অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এগিয়ে আসেন ছাত্রলীগের অকুতোভয় নেতা-কর্মীরা। নূরে আলম সিদ্দিকী ৭ জুন প্রসঙ্গে লিখেছেন, ‘৭ জুনের হরতাল আওয়ামী লীগের নামে আহূত হলেও একে সংগঠিত ও সফল করার মূল দায়িত্ব ছিল ছাত্রলীগ নেতৃত্বের। বলা যায়, ৭ জুনকে সফল করার পেছনে শেখ ফজলুল হক মণি, সিরাজুল আলম খান, সৈয়দ মাহজারুল হক বাকী, আবদুর রাজ্জাক, আমিনুল হক বাদশাহ, খালেদ মোহাম্মদ আলীসহ ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব ও কর্মীদের ভূমিকাই ছিল মুখ্য। তখন আমাদের কোনো শ্রমিক সংগঠন ছিল না। তবে ভিন্ন সংগঠনের ... সঙ্গে আমাদের শীর্ষ নেতারা যোগাযোগ স্থাপন করেন।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর