সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইয়ামে জাহেলিয়া

নাৎসি বেশে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে এখন আইয়ামে জাহেলিয়া। ইসরায়েলি দখলদাররা এক দিনেই হত্যা করেছে ৩১০ ফিলিস্তিনিকে। গাজায় জাতিগত গণহত্যার যে তান্ডব চলছে তা থামাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দিলেও ইসরায়েলের মুরব্বি যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়েছে। এ ভেটো প্রকারান্তরে ফিলিস্তিনি নিধনযজ্ঞে উৎসাহ জোগাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত একটি সংক্ষিপ্ত খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য। একই প্রস্তাবে ভেটো প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে উত্থাপিত প্রস্তাবের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আটকে যায়। প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। ওই পাঁচ সদস্যের মধ্যে একটিও যদি কোনো প্রস্তাবে ভেটো প্রদান করে তবে সে প্রস্তাব পাস হয় না। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। গত বৃহস্পতিবার ইসরায়েলি টিভি ফুটেজে হামাস যোদ্ধাদের বন্দি অবস্থায় দেখানো হয়েছে। গাজা শহরের রাস্তায় মাথা নত করে হামাস সদস্যদের নগ্ন অবস্থায় রাখার ছবি ইসরায়েলিদের ঘৃণ্য মানসিকতাই তুলে ধরেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যুক্তি, ছবিতে থাকা ব্যক্তিরা বিস্ফোরক বহন করছে না, তা নিশ্চিত হওয়ার জন্য নগ্ন অবস্থায় তাদের রাখা হয়েছে। ইহুদিরা নিজেদের সভ্য মানুষ হিসেবে দাবি করে। বিশ্বে প্রথম আইন প্রণয়নের দাবিদার তারা। কিন্তু গাজায় ইসরায়েলি বাহিনী মুখোশ ফেলে যেভাবে আসল চেহারায় আবির্ভূত হয়েছে তাতে তারা সভ্য না বর্বর সে প্রশ্নই সামনে এনেছে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইহুদিরা গণহত্যার শিকার হয়েছিল। সে জাতির সদস্যরা ফিলিস্তিনে যেভাবে গণহত্যায় মেতে উঠেছে তা প্রকারান্তরে নাৎসিদের অনুসরণ কি না তেলআবিবের ভেবে দেখা উচিত।

সর্বশেষ খবর