শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রেলে অন্তর্ঘাত

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা একাদশ অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরে রেললাইন কেটে ভয়ংকর নাশকতার ঘটনা ঘটেছে। একই দিন রাজধানীতে ঘটেছে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী দলগুলোর হরতাল-অবরোধকালে এর আগে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও গত মঙ্গলবার ভোরের অন্তর্ঘাত সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন-সংলগ্ন বনখড়িয়া এলাকায় দুর্বৃত্তরা জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে এক ব্যবসায়ী নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। বুধবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা গ্যাসকাটার দিয়ে ভাওয়াল স্টেশন ও রাজেন্দ্রপুর স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকার চিলাই ব্রিজসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথের পূর্ব পাশের প্রায় ২০ ফুট রেললাইন কেটে রাখে। রাত ১১টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভোররাত ৪টার দিকে সেখানে আসামাত্রই বিকট শব্দে ইঞ্জিন ও পরবর্তী সাতটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ঢালে কাত হয়ে পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এসে ভিড় জমান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা রেললাইনের পাশ থেকে একটি ও ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে আরেকটি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেছে। প্রতিটি সিলিন্ডার ১২ কেজি ওজনের। ঘন কুয়াশার কারণে ঘটনার সময় ট্রেনের গতি স্বাভাবিকের চেয়ে কম ছিল। যে কারণে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ট্রেনটির গতি স্বাভাবিক থাকলে আরও বড় ধরনের বিপর্যয় অনিবার্য হয়ে উঠত। রেললাইন কেটে সুপরিকল্পিতভাবে অন্তর্ঘাতের চেষ্টা হরতাল-অবরোধকালে রেলপথে চলাচল অনিরাপদ হয়ে উঠেছে। জনমনের শঙ্কা কাটাতে ইতোমধ্যে রেলপথের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অন্তর্ঘাতের সঙ্গে কারা জড়িত তা যথাযথ তদন্তে বের হতে পারে। সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর