মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এশিয়া কাপে শিরোপা

যুব টাইগারদের অনন্য কৃতিত্ব

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশই সেরা। মনোরম মরু শহর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত দলকে ১৯৫ রানের ব্যবধানে হারিয়ে যুব টাইগাররা এশিয়া কাপের শিরোপা অর্জন করেছে। বড়দের ক্রিকেটে বাংলাদেশ এখনো অভিজাতদের গোত্রে নেই। কারণ ক্রিকেটের তিন ঘরানার কোনো ক্ষেত্রেই বাংলাদেশের বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ অর্জনের কৃতিত্ব নেই। তবে ক্রিকেটের ভবিষ্যৎ কান্ডারি যারা সেই অনূর্ধ্ব-১৯ দল এর আগে বিশ্বজয়ের কৃতিত্ব দেখিয়েছে। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত দলকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পালক নিজেদের শিরস্ত্রাণে সংযোজনের কৃতিত্ব দেখাল তারা। ২০২০ সালে ভারতকে হারিয়ে বাংলাদেশের যুবারা যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এবার এশিয়া চ্যাম্পিয়ন হলো আমিরাতকে হারিয়ে। ২০১৯ সালে এশিয়া সেরার দ্বারপ্রান্তে এসে ব্যাটিং ব্যর্থতায় কান্না নিয়ে মাঠ ছাড়ে টাইগার যুবারা। ২০২৩ সালে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক ম্যাচসেরা আশিকুর রহমান শিবলি। খেলেছেন ১৪৯ বলে ১২ চার ও ১ ছক্কায় ১২৯ রানের ফাইনাল সেরা ইনিংস। আসরে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। শিবলির সেঞ্চুরিতে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৮২ রান। হাফ সেঞ্চুরি করেছেন রিজওয়ান ও আরিফুল ইসলাম। ২৮৩ রানের টার্গেটে আমিরাত অলআউট হয় ২৪.৪ ওভারে ৮৭ রানে। যুব এশিয়া কাপের ফাইনালে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০১৭ সালে আফগানিস্তান ১৮৫ রানে হারায় পাকিস্তানকে। অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে ভারত সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন- এর মধ্যে একবার যুগ্মভাবে পাকিস্তানের সঙ্গে। এ ছাড়া আফগানিস্তান ও বাংলাদেশ একবার করে জিতেছে শিরোপা। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে ওঠে ভারতকে হারিয়ে। অন্যদিকে আরব আমিরাত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার অনন্য সম্মান অর্জন করে। যুবদলের এ জয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক বড় সুখবর। কারণ আজ যারা অনূর্ধ্ব-১৯ দলে তারা আগামীতে হবেন জাতীয় দলের কান্ডারি। তবে এজন্য আত্মপ্রসাদ নয়, নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে হবে। এশিয়া চ্যাম্পিয়ন যুব টাইগারদের অভিনন্দন।

সর্বশেষ খবর