সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিউজিল্যান্ড বধ

টাইগারদের অভিনন্দন

নিউজিল্যান্ডে হারা টাইগারদের নিয়তিতে পরিণত হয়েছিল। পরপর ১৮টি ম্যাচে পরাজয়ের গ্লানিতে ভুগেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেরিতে হলেও সে লজ্জা থেকে বেরিয়ে আসতে পেরেছে নাজমুল হোসেন শান্তরা। নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে অবিশ্বাস্য ক্রিকেট খেলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুর্দান্ত ক্রিকেট খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে টাইগাররা। এ জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি নিজেদের সামর্থ্যরে প্রমাণ রাখতে সমর্থ হয়েছে তারা। ডানেডিনে বৃষ্টিস্নাত প্রথম ওয়ানডেতে টাইগাররা হেরে যায় ৪৪ রানে। নেলসনে সৌম্য সরকারের বিধ্বংসী ১৬৯ রানের পরও হারে ৭ উইকেটে। অবশেষে শনিবার জয় পায় ২০৯ বল হাতে রেখে। যা নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়। এটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ওয়ানডে জয়ও বটে। বাংলাদেশের বিপক্ষে এটা নিউজিল্যান্ডের সর্বনিম্নœ স্কোর ৯৮। আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৬২, ২০১৩ সালে মিরপুরে অলআউট হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ২৯ ম্যাচে এটাই বাংলাদেশের প্রথম জয়। সাকিব আল হাসানের পরিবর্তে নিউজিল্যান্ড সফরে দায়িত্ব পান নাজমুল শান্ত। তার নেতৃত্বেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা উড়ে আসে তাসমান পাড়ের মনোরম সুন্দর দেশটিতে। ওয়ানডে সিরিজ শুরুর আগে টাইগার অধিনায়ক বলেছিলেন, সিরিজ জয়ের জন্য খেলবেন। কিন্তু প্রথম দুটি ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া হয়। তারপরও তারা যে পরাজিতের মনোভাবে ভোগেননি নেপিয়ারের স্বাগতিক দলের বিরুদ্ধে বিশাল জয় তারই প্রমাণ। এ জয় সত্ত্বেও ওয়ান ডে সিরিজ জয়ের কৃতিত্ব নিউজিল্যান্ডের ঝুলিতেই থাকল।  অর্জন শুধু এটুকু প্রতিপক্ষের বিরুদ্ধে সাহস নিয়ে লড়তে হবে। কাউকেই ভয় পাওয়া চলবে না- তবেই আসবে জয়। টাইগারদের নিউজিল্যান্ড বধে অভিনন্দন।

সর্বশেষ খবর