সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন জরুরি

এ মুহূর্তে বাংলাদেশ বিশ্বের জনসংখ্যায় জর্জরিত একটি দেশ। যে দেশে বাস করে প্রায় ১৭ কোটি মানুষ। এসব মানুষের প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষাসহ নিজ প্রয়োজনীয় দ্রব্যাদি। যে কোনো দেশের অর্থনৈতিক ভারসাম্য সুরক্ষিত হয় যখন তার জনসংখ্যা ও সম্পদের মধ্যে সুষ্ঠু সামঞ্জস্য থাকে। দেশের সম্পদের তুলনায় উপভোক্তার সংখ্যা বেশি হলে মানুষের প্রাথমিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় গোটা রাষ্ট্রকে। যেমন সমপরিমাণ সম্পদের অধিকারী দুটি পরিবারের মধ্যে ছোট পরিবারের সদস্যরা বেশি স্বাচ্ছন্দ্যের জীবন ভোগ করে শুধু উপভোক্তার সংখ্যা কম হওয়ার জন্য। দেশের জনসংখ্যা বেশি হলে নাগরিকের জন্য প্রয়োজনীয় উৎপাদিত মোট শক্তির চাহিদা বাড়ে।  এ শক্তি উৎপাদনের দায় রাষ্ট্রের, যার ফলে আরও বেশি শিল্পায়ন, আরও বেশি প্রাকৃতিক সম্পদের শোষণ। আর তার অবশ্যম্ভাবী ফল জলবায়ুর অতিমাত্রায় দূষণ। বিপুল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য পৃথিবীর ভিতর ও বাইরে সব দিক থেকেই নিঃশেষ হতে চলেছে।

সর্বশেষ খবর