মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফিনল্যান্ড

আফতাব চৌধুরী

নিরাপদ মাতৃত্বের জন্য ফিনল্যান্ড স্বর্গ, কঙ্গো হচ্ছে নরক আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে অন্য যে কোনো অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ায় জন্মের প্রথম দিন শিশু মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। আর শিল্পোন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি নবজাতক মারা যায় যুক্তরাষ্ট্রে। সেভ দ্য চিলড্রেন মঙ্গলবার মাতৃস্বাস্থ্যবিষয়ক ১৪তম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। ১৭৬টি দেশের প্রসূতিদের স্বাস্থ্যসেবা, শিশুর মৃত্যু, শিক্ষা ও আয় বিশ্লেষণের মাধ্যমে ‘স্টেট অব দ্য ওয়ার্ল্ডস মাদারস’ শীর্ষক প্রতিবেদনটি বানানো হয়েছে। এতে সব মানদন্ড বিশ্লেষণের পর ফিনল্যান্ডকে নিরাপদ মাতৃত্বের জন্য সবচেয়ে ভালো জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে গড়ে প্রতি ১২ হাজার ২০০ গর্ভবতী মহিলার মধ্যে মাত্র একজন মৃত্যুর ঝুঁকিতে থাকেন। বিপরীতে সন্তান জন্ম দেওয়ার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচিত কঙ্গোতে প্রতি ৩০ জন মহিলার মধ্যে একজন মৃত্যুঝুঁকিতে থাকেন। যুদ্ধ ও দারিদ্র্যের কারণে গর্ভধারণের পর মহিলারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান না সেখানে। মায়েদের জন্য নিরাপদ বিবেচিত শীর্ষ ১০ দেশের মধ্যে ফিনল্যান্ডের পর আছে যথাক্রমে সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, স্পেন, বেলজিয়াম, জার্মানি ও অস্ট্রিয়া।    

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর