শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নতুন বছরের প্রত্যাশা

ইংরেজি নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি। নতুন বছরটিকে ঘিরে প্রত্যাশার খতিয়ান অনেক বিস্তৃত। পুরনোকে পেছনে ফেলে অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। বিদায়ী বছরটিতে সন্ত্রাস, রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের নামে নানা রকম বীভৎস কর্মকাণ্ডে জনজীবন এবং সম্পদের যে ক্ষতি ঘটিয়েছে, তা পূরণ হওয়ার নয়। নানাবিধ অনাকাক্সিক্ষত-অনভিপ্রেত-উদ্বেগজনক ঘটনা সত্ত্বেও বিগত বছরটিতে স্মরণীয় ঘটনাও ঘটেছে। উন্নয়ন-অগ্রগতির সড়কে আমাদের অগ্রযাত্রার দৃষ্টান্ত রয়েছে। আমাদের অবশ্যই গভীরভাবে নজর দিতে হবে গণতান্ত্রিক সমৃদ্ধি অর্জন ও বৈষম্য নিরসনের দিকে। সামাজিক ন্যায়বিচার, সুরক্ষাবলয় শক্তিশালী করার পাশাপাশি রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত-হানাহানি ভুলে এগিয়ে যেতে হবে সামনের দিকে। সময় বয়ে যায়। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছুই। এ হলো পরম সত্য। সময় যেন এক প্রবহমান সমুদ্র। সময়ের দাবি অনুযায়ী, প্রয়োজনীয় সব কিছু নিশ্চিন্ত করে কেবলই সামনে এগিয়ে যাওয়ার পথ মসৃণ করতে হবে সবার প্রচেষ্টার মধ্য দিয়ে। পুরনো বছরের ভুল-ভ্রান্তি, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে নব প্রত্যয়ে। নতুন বছরে আসুক নতুন নতুন সম্ভাবনা। পূরণ হোক সব প্রত্যাশা।

আফতাব চৌধুরী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর