শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আল্লাহর নিদর্শনগুলো ও একত্ববাদ

মো. আমিনুল ইসলাম

আল্লাহর নিদর্শনগুলো ও একত্ববাদ

এ দুনিয়া আল্লাহর সৃষ্টি। তার পাশাপাশি তিনি সৃষ্টি করেছেন নভোমন্ডল, ভূমন্ডল, জিন, ইনসানসহ আমরা যা কিছু দেখছি তার সবকিছু। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে নবী তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান ও জমিন কে পয়দা করেছেন? সূর্য ও চন্দ্রকে কে বশীভূত করে রেখেছেন? তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহতায়ালা। কিন্তু তারপরও কে এদেরকে ঠোকর খাওয়াচ্ছে? (সুরা আনকাবুত, আয়াত ৬১)। এ মহাজগতে বিদ্যমান যা কিছু আছে সবই আল্লাহতায়ালার অস্তিত্ব প্রমাণ করে। আল্লাহ বলেন, তোমাদের কি আল্লাহতায়ালা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছ?, যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা।  (সুরা ইবরাহিম, আয়াত ১০)। মহাজগতে প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান। আল্লাহতায়ালা মহাজগতে তাঁর অস্তিত্ব প্রমাণকারী নিদর্শনাবলির প্রতি নির্দেশ দিয়ে বলেন, নিঃসন্দেহে আসমানসমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মাঝে জ্ঞানবান লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহতায়ালাকে স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনের এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং বলে হে আমাদের রব সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা সৃষ্টি করোনি, তুমি অনেক পবিত্র অতঃপর তুমি আমাদের জাহান্নামের কঠিন আজাব থেকে পরিত্রাণ দাও। (সুরা আলে ইমরান, আয়াত ১৯০, ১৯১)। শক্ত, কঠিন ফলের আঁটি ও শস্যদানা থেকে মাটির ভিতর থেকে নরম কোমল অংকুর বেরিয়ে আসে আল্লাহর অদৃশ্য শক্তিতে। আমরা তা কজনইবা অনুধাবন করি। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহতায়ালা শস্যবীজ ও আঁটিগুলো অংকুরিত করেন। (সুরা আল আনয়াম, আয়াত ৯৫)। মানুষ যদি তার চিন্তাশক্তি দিয়ে লক্ষ্য করত তাহলে বুঝতে পারত সৃষ্টিজগতে সর্বত্র রয়েছে আল্লাহর অস্তিত্ব ও কুদরতের নিদর্শনাবলি। আমরা একটু চিন্তা করে দেখব না আমাদের এ সুন্দর চেহারা, শারীরিক গঠন, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, স্বাদ আস্বাদনকারী জিহ্বা, ঘ্রাণশক্তির জন্য নাককে তৈরি করে দিয়েছেন? কে আমাদের চিন্তা ও কথা বলার জন্য বাকশক্তি দান করেছেন? মাতৃগর্ভে আমরা যখন ছিলাম কে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন? এসব প্রশ্নের একটাই উত্তর তিনি পরম দয়ালু, অসীম শক্তি ও ক্ষমতার আধার মহাপরাক্রমশালী আল্লাহতায়ালা। আল্লাহ বলেন, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করত তাদের জন্য পৃথিবীর মধ্যে আল্লাহকে চেনা-জানার অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে। তোমাদের নিজেদের দেহের মধ্যেও তো আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন রয়েছে, তোমরা কি দেখতে পাও না?  (সুরা আজ জারিয়াত, আয়াত ২০, ২১)। আমরা যদি প্রাণিজগতের দিকে একটু দৃষ্টি দিই তাহলে দেখতে পাব অসংখ্য জীবজন্তু, বিচিত্র রং ও আকার-আকৃতিতে পৃথিবীর বুকে বিচরণ করছে। বিভিন্ন জাতে, রং এবং আকারে এরা ছড়িয়ে আছে বিভিন্ন বনজঙ্গল ও মানুষের আশপাশে। এদের আবার অনেক হিংস্র জানোয়ার, আবার অনেক পশুপাখি আমাদের উপকারী ও খাওয়ার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। মানুষ যদি আল্লাহকে চিনতে চায় তাহলে সৃষ্টিজগতের প্রতিটি জীবজগৎ, নভোমন্ডল ও আকাশমন্ডলের দিকে গভীরভাবে তাকালে আল্লাহর অস্তিত্বের প্রমাণ অবলোকন করতে পারা সহজেই সম্ভব।              

লেখক : অবসরপ্রাপ্ত ব্যাংকার

সর্বশেষ খবর