শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জন্ম-মৃত্যু নিবন্ধন

ভোগান্তির অবসান হোক

ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার বিভ্রান্তিতে ভুগছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরবাসীর ভোগান্তি লাঘবের নামে তারা নিজস্ব সার্ভার তৈরি করে গত ৪ অক্টোবর থেকে নগরবাসীকে যে জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ সেবাদান করছে, তা ভোগান্তি বাড়াতেই অবদান রাখছে। দেশের বৃহত্তম এই স্থানীয় সরকারের জন্মনিবন্ধন সনদ কোনো সরকারি প্রতিষ্ঠানে গ্রহণ করা হচ্ছে না। সরকারের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে দক্ষিণ সিটির সার্ভার যুক্ত না হওয়ায় কোনো প্রতিষ্ঠানই দক্ষিণ সিটির নিবন্ধনকে পাত্তা দিচ্ছে না। দক্ষিণ সিটির করিৎকর্মা কর্মকর্তারা ভোগান্তির শিকার নাগরিকদের বলছেন, পাসপোর্ট অফিসের সঙ্গে ডিএসসিসির সার্ভারটা যুক্ত করা সম্ভব হয়নি। কারণ এ কাজ একটু জটিল। এজন্য ডিএসসিসির জন্মনিবন্ধন নিয়ে পাসপোর্ট করাতে যারা যাচ্ছেন, তারা সমস্যায় পড়ছেন। তবে তাদের টাকা মার যাবে না। ১৫ জানুয়ারির মধ্যেই সার্ভারটি পাসপোর্ট অফিসের সঙ্গে ইন্টিগ্রেট করার চেষ্টা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একটি সেন্ট্রাল সার্ভারের সঙ্গে আরেকটি সার্ভার যুক্ত করা কঠিন কোনো বিষয় নয়। কিন্তু দক্ষিণ সিটির কর্তাদের কাছে প্রশ্ন করলে তারা তাদের মতো করে জবাব দেন। এতে যারা পাসপোর্ট করতে যাচ্ছেন, তারা ফিরে আসছেন খালি হাতে। নামসর্বস্ব একটি জন্মনিবন্ধন সনদ তারা দিলেও তাতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হচ্ছে না। বিষয়টি মেয়রকে জানানোর পরও সুফল মিলছে না। সরকারের একটি সেন্ট্রাল সার্ভারের সঙ্গে আরেকটি সার্ভারকে যুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। একটি এমওইউ স্বাক্ষর করতে হয়। এসবের কিছুই করেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। স্থানীয় সরকারকে বলা হয় তৃণমূল পর্যায়ের মানুষের সরকার। তাদের সুখ-দুঃখের সঙ্গী ভাবা হয় এ সরকারকে। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি জন্মনিবন্ধন সেবাদানের ক্ষেত্রে যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তা কোনোভাবে কোনো স্থানীয় সরকারের কাছ থেকে আশা করা হয় না। এক্ষেত্রে যে অব্যবস্থাপনা রয়েছে তার দ্রুত সমাধান কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর