রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আবারও ট্রেনে আগুন

দুই শিশুসহ চারজন জীবন্ত দগ্ধ

সংসদ নির্বাচনের এক দিন আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুই শিশুসহ চারজনের প্রাণ কেড়ে নিয়েছে আগুনসন্ত্রাসের প্রেতাত্মারা। ভোট ঠেকানোর আন্দোলনে থাকা বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে রাজধানীতে যাত্রীবাহী চলন্ত ট্রেনে আগুন লাগানো হয়। বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস নামের নতুন এ ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার আগেই গোপীবাগে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন লাগানোর ১৬ দিনের মাথায় একই কায়দায় ফের আগুন লাগানোর পৈশাচিকতার পুনরাবৃত্তি ঘটল। এ ঘটনার তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটলে অন্যান্য বগিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে পাঁচটি বগিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিস একটি বগি থেকে জীবন্ত দগ্ধ চারটি লাশ উদ্ধার করে। অগ্নিদগ্ধ বেশ কয়েকজনকে উদ্ধারের পর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুন লাগার পর অসহায় এক যাত্রী প্রাণ বাঁচাতে জানালা পর্যন্ত এসেও থমকে যান। বাইরে থেকে লোকজন তাকে বের করতে চাইলেও তিনি রাজি হননি। স্ত্রী ও সন্তান পুড়ে মারা যাওয়ায় তিনি বের হতে চাচ্ছিলেন না। তার শরীরের বৃহদাংশ পুড়ে যাওয়ায় জোর করে বের করাও সম্ভব হয়নি। ট্রেনে আগুন লাগানোর ঘটনা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্বাচনের পক্ষে ও বর্জনে রাজনৈতিক অঙ্গন বিভক্ত হয়ে পড়লেও আগুনসন্ত্রাসের পথ যারা বেছে নিয়েছে তাদের প্রতি দলমতনির্বিশেষে সাধারণ মানুষের সর্বোচ্চ ঘৃণা প্রকাশ পাচ্ছে। প্রধানমন্ত্রী আগুনসন্ত্রাসে হতাহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। গতকাল রাজধানীজুড়ে প্রধান আলোচ্য বিষয় ছিল আগুনসন্ত্রাস। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব যেহেতু সরকারের, সেহেতু এ জঘন্য অপরাধীদের শাস্তিবিধানে প্রশাসন সক্রিয় হবে আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর