মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নৌকাময় ইতিহাস

পরপর চার নির্বাচনে বিশাল বিজয়

ইতিহাস গড়ল আওয়ামী লীগ। ইতিহাস গড়লেন আওয়ামী লীগ নামের নৌকার কান্ডারি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। জাতীয় পার্টির ভাগ্যে জুটেছে ১১টি আসন, যে আসনগুলোর কোনোটিতে নৌকার প্রার্থী ছিল না। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাসদ ১, ওয়ার্কার্স পার্টি ১ ও কল্যাণ পার্টি ১ আসন পেয়েছে। নির্বাচনে জয়ী দলগুলোর মধ্যে কল্যাণ পার্টি এই প্রথমবারের মতো সংসদে ঠাঁই পেল। সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে নজরকাড়া সুষ্ঠুভাবে। দশম ও একাদশ সংসদ নির্বাচনের নামে যে যথেচ্ছতা হয়েছে তাতে দেশের নির্বাচনব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা ছিল এক বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন সে চ্যালেঞ্জে জয়ী হয়েছে। নির্বাচনে টানা চার মেয়াদে জয় পেয়ে চারবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বিদেশের মাটিতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানাকে। শেখ হাসিনার অনুপস্থিতিতে ১৯৮১ সালে দলের কাউন্সিলে তাঁকে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয়। শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফেরেন শেখ হাসিনা। হাল ধরেন মু্িক্তযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের। সে সময় থেকে তিনি একের পর এক গ্রামগঞ্জ-শহর ঘুরে সংগঠনকে শক্তিশালী করেছেন। নানামুখী ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে সংগঠনকে করেছেন শক্তিশালী। ১৯৮৬ সালে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা নির্বাচিত হন শেখ হাসিনা। ১৯৯১ সালের নির্বাচনে আবারও হন বিরোধীদলীয় নেতা। দীর্ঘ লড়াই-সংগ্রাম শেষে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ২১ বছর পর ক্ষমতায় প্রত্যাবর্তন করে আওয়ামী লীগ। ২০০১ সালে এ দলকে জিততে দেওয়া হয়নি দেশি-বিদেশি ষড়যন্ত্রে। কিন্তু তারপর থেকে নির্বাচন আর শেখ হাসিনা ও আওয়ামী লীগের জয় একাকার হয়ে আছে। দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ীদের অভিনন্দন।

সর্বশেষ খবর