বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সংসদ সদস্যদের শপথ

মন্ত্রিসভায় সৎ ও যোগ্যদের ঠাঁই হোক

দ্বাদশ জাতীয় সংসদের সদস্যরা গতকাল শপথ নিয়েছেন। শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে নবনির্বাচিত এই সংসদের পথচলা। অচিরেই শপথ নেবেন নতুন মন্ত্রিপরিষদ সদস্যরা। গতকাল সংসদের বৃহত্তম দল আওয়ামী লীগের সদস্যরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করেছেন। ইতোমধ্যে বিষয়টি চিঠি দিয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, আজ বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠিত হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম ইতোমধ্যে বাজেট প্রকাশ করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি এক, জাসদ এক, কল্যাণ পার্টি এক এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরাই গতকাল সকাল ১০টায় প্রথমে শপথ নেন। এরপর ক্রমানুসারে শপথ নেন স্বতন্ত্র ও জাতীয় পার্টির সদস্যরা। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করেন। এমপিদের শপথের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে নতুন সরকার গঠনের পর্ব। রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আজ বঙ্গভবনে হবে নতুন মন্ত্রিসভার শপথ। নিরঙ্কুশ জয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং জামায়াতসহ সমমনা দলগুলো। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বাংলাদেশের গণতন্ত্র চর্চার সীমাবদ্ধতা নিয়ে তাদের অসন্তোষের এবং বিষয়টি সোজাসাপ্টাভাবে জানিয়েছে। এমন এক সময় টানা চারবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে, যখন বিশ্ব অর্থনৈতিক মন্দা বাংলাদেশের জন্য সংকট সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে সৎ ও যোগ্য লোকদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে এমনটিই দেখতে চায় দেশবাসী। মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যারা সক্ষমতা দেখাবেন। দুর্নীতির রাশ টেনে ধরতে দেখাবেন সাফল্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর