শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নতুন মন্ত্রিসভা

চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হতে হবে

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। একই সঙ্গে শপথ নিয়েছেন ৩৭ সদস্যের মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভার ১৮ জনই নতুন মুখ। বিগত মন্ত্রিসভার যেসব মন্ত্রীর ব্যর্থতার বিষয়ে জনমনে অভিযোগ ছিল তাদের প্রায় সবাইকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচনের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে যাওয়া জাতিকে একসূত্রে আনতে এবং সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী দক্ষ, অভিজ্ঞ এবং সাহসী সহকর্মীদের মন্ত্রিসভার সদস্য হিসেবে বেছে নিয়েছেন। তরুণদের প্রাণচাঞ্চল্য ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে স্বচ্ছ ভাবমূর্তির সৎ ও নিষ্ঠাবানরা মন্ত্রিসভায় স্থান পাবেন- এমনটিই ছিল গণআকাক্সক্ষা। মন্ত্রিসভা গঠনে সে বিষয়টি প্রাধান্য পেয়েছে। নতুন মন্ত্রিসভা গঠনে বিগত মন্ত্রিসভার যেসব মন্ত্রী অতিকথনের জন্য সমালোচিত হয়েছেন তাদের প্রায় সবাই বাদ পড়েছেন। নতুন মন্ত্রিসভায় গত মন্ত্রিসভার ধারাবাহিকতা রক্ষা করে শরিক দলের কাউকে নেওয়া হয়নি। নতুন মন্ত্রিসভা গঠনে খুব সঙ্গত কারণেই প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে। প্রবীণ ও তরুণদের সমন্বয় ঘটিয়ে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে তারা সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা সফল হবেন, তা এ মুহূর্তে বলার কোনো সুযোগ নেই। আমরা আশা করব, মধ্যআয়ের দেশ হিসেবে বাংলাদেশের উত্থান জাতির সামনে যেসব চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, তা মোকাবিলায় নতুন মন্ত্রিসভা সফল হবে। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে কাজ করবে মন্ত্রিসভা। নতুন সরকার বিদেশে অর্থ পাচার এবং অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় রোধে কার্যকর পদক্ষেপ নেবে- এমনটিই প্রত্যাশিত। ইতোমধ্যে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, মূল্যস্ফীতির চাপ কমলে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। স্মর্তব্য, বিশ্বব্যাংকের হিসাবে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৭.১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা ৬ শতাংশ নেমেছে। আমদানি নিষেধাজ্ঞা, নিত্যপণ্য ও জ্বালানির উচ্চমূল্য এবং আর্থিক চাপ এড়াতে পারলে বাংলাদেশের যাত্রা আরও মৃসণ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর