শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যাত্রা হলো শুরু

নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার যাত্রা শুরু করেছে। ৭ নভেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছে সরাসরি সংসদের ২২৩টি আসনে। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হলেও তাদের চারজন বাদে অন্যরা সবাই আওয়ামী লীগেরই সদস্য। জাতীয় পার্টির যে ১১ জন দ্বাদশ সংসদে নির্বাচিত হয়ে এসেছেন তারা জয়ী হতে পেরেছেন তাদের আসনে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না বলেই। আওয়ামী লীগময় নতুন সংসদে কার্যত সত্যিকারের বিরোধী দল বলে কোনো দল নেই। এটি দৃশ্যত সুবিধা মনে হলেও বাস্তবতা ভিন্ন কিছু হওয়ার আশঙ্কা কম নয়। সংসদে বিরোধী দলের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হওয়ায় এ সংসদের দিকে দেশবাসীর মন কতটা আকর্ষিত হবে তা বড়মাপে এক প্রশ্ন। সংসদীয় ব্যবস্থায় সংসদকে ঘিরে আবর্তিত হয় দেশের রাজনীতি। কিন্তু দশম ও একাদশ সংসদের মতো এক্ষেত্রে দ্বাদশ সংসদের সীমাবদ্ধতা থেকেই যাবে। নতুন সরকারকে প্রথম থেকেই সংসদের বাইরের প্রবল প্রতিপক্ষ দলগুলোর ছোড়া সমালোচনার তীর ঠেকাতে ব্যস্ত থাকতে হবে। অর্থনৈতিক দিক থেকে মূল্যস্ফীতির যে দানব মানুষের স্বস্তি কেড়ে নিচ্ছে তাকে দমন করতে হবে শক্তভাবে। এক্ষেত্রে ব্যর্থ হলে জনক্ষোভ ঠেকানো কঠিন হয়ে পড়বে। বিএনপিসহ সমমনা দলগুলোর নির্বাচন বর্জনের কারণে বেশকিছু পশ্চিমা দেশের কাছে দ্বাদশ সংসদ নির্বাচন গুরুত্ব হারিয়েছে। তাদের সঙ্গে সরকারের যে দূরত্ব গড়ে উঠছে তা নিরসনে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে। নিত্যপণ্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকলে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে বাইরের সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। দেশের ভিতরে ও বাইরের সব হুমকি ঠেকানো সহজ হবে তাতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর