শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রমজানের আট পণ্য

বাকিতে আমদানির সুযোগ ইতিবাচক

রোজার সময় ব্যবহৃত বিভিন্ন পণ্যের দাম দুই মাস আগেই বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীদের কারসাজিতে। সিয়াম সাধনার মাস মাহে রমজানকে তারা বাড়তি মুনাফার মাস হিসেবে বেছে নেওয়ায় যৌক্তিক কারণ ছাড়াই খেজুর, ছোলা, ডাল ইত্যাদি পণ্যের দাম আগেভাগে বাড়ানো হয়েছে। রোজার মাসে যাতে আটটি পণ্যের সংকট দেখা না দেয় তা নিশ্চিত করতে ওইসব পণ্য আমদানিতে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। এ উদ্দেশে মাহে রমজান উপলক্ষে খেজুরসহ আট পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক জানায়, ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পিঁয়াজ, মসলা, চিনি ও খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় বা ডেফার্ড পেমেন্ট ব্যবস্থায় আমদানির সুযোগ পাওয়া যাবে। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে। পরিপত্রটি অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সময়মতো আমদানির অভাবে যাতে এসব পণ্যের সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সেজন্য এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে ঋণপত্র (এলসি) খুললে পণ্য সময়মতো চলে আসবে। এতে পবিত্র রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে। বাংলাদেশ ব্যাংকের এ ইতিবাচক উদ্যোগের ফলে রোজায় ওইসব পণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে এমন আশাই করা হচ্ছে। তবে আট পণ্য আমদানিতে বিশেষ সুযোগ দিয়ে বসে থাকলে চলবে না। অসৎ ব্যবসায়ীরা যাতে সংশ্লিষ্ট পণ্য নিয়ে অতি মুনাফাখোরিতে মেতে না ওঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু রোজা নয়, নতুন মেয়াদে বাজার নিয়ন্ত্রণকে সরকারের অন্যতম টার্গেট হিসেবে নির্ধারণ করতে হবে। নিজেদের পায়ের তলার মাটি ধরে রাখতে মুনাফাখোরদের নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর