রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
চিঠিপত্র

নতুন সরকার, নতুন প্রত্যাশা

টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেও শেখ হাসিনা হিসাব অনুযায়ী পঞ্চমবারের মতো ক্ষমতায় এলেন। সংসদীয় আসনগুলোতে অনেকে নতুন করে নির্বাচিত হয়েছেন, কেউ আসন হারিয়েছেন। সবাইকে নিয়ে নতুন করে গঠিত হবে সরকার। তাই প্রত্যাশাও নতুন। আগের চেয়ে আধুনিক ও মৌলিক। আগের তিন মেয়াদে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে নিয়েছে সরকার। এবার সেসব ছাপিয়ে স্মার্ট ও প্রগতিশীল বাংলাদেশ গঠনের আশা রাখতেই পারে জনগণ। যেসব জায়গায় উন্নয়নের কমতি রয়েছে, আগামী পাঁচ বছরে সেখানে অগ্রগতি দেখতে চায় সর্বসাধারণ। রাষ্ট্র কোনো প্রকল্প নয়, এটি একটি স্থায়ী ব্যবস্থাপনা। দীর্ঘমেয়াদি কোনো প্রকল্প ছাড়া রাষ্ট্রের যেমন উন্নয়ন আশা করা উচিত নয়, তেমনি রাষ্ট্রের উন্নয়ন না হলে জীবনযাত্রার মানেরও কোনো পরিবর্তন সম্ভব নয়। দেশের সরকার পাল্টে উন্নয়ন ও পররাষ্ট্রনীতিও পরিবর্তিত হয়ে যায়। তাছাড়া নতুন সরকার এলে স্বল্প অভিজ্ঞতার ফলে দেশে বিশৃঙ্খলা ও অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। যেখানে চলমান সরকার ফের ক্ষমতায় এলে আগের সব ভুলভ্রান্তি শুধরে নতুন আলোকে নতুন পরিকল্পনায় সহজেই সামনের দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারে।

বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা চতুর্থবার সরকার গঠন করেছে। এ সরকারের হাত ধরে অনেক প্রকল্প শুরু হয়েছে। বদলেছে জীবনযাত্রার মান। কিছু কাজ দ্রুতগতিতে এগিয়েছে, কিছু ধীরগতিতে। তবে উন্নয়নের প্রশ্নে আপস রাখেনি সরকার।  সরকার তার এবারের মেয়াদে অসম্পন্ন কাজগুলো পুরোপুরি সম্পন্ন করতে সক্ষম হবে বলে মনে করি। বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। ইতোমধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত হওয়া বাংলাদেশ হয়তো অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত স্থাপন করবে।

অন্তরা আফরোজ

শিক্ষার্থী, চতুর্থ বর্ষ, ইংরেজি বিভাগ, তেজগাঁও কলেজ

সর্বশেষ খবর