বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তন

বাংলাদেশের জন্য মহাবিপদ

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য বিপর্যয়কর অবস্থা সৃষ্টি করছে। আবহাওয়ায় ঘটছে অশুভ পরিবর্তন। এক সময় ছয় ঋতুর দেশে এখন গ্রীষ্ম শীত ও বর্ষাই শুধু চোখে পড়ে। অন্য তিন ঋতু ইতোমধ্যে অস্তিত্ব হারিয়েছে। জলবায়ু পরিবর্তনে ইতোমধ্যে উদ্বাস্তু হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। উপকূলভাগে জোয়ারের পানি নষ্ট করছে ফসলের জমি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিরূপ হয়ে উঠেছে প্রকৃতি। বছরের বেশির ভাগ সময় বিরাজ করছে গ্রীষ্মকাল। বেড়ে যাচ্ছে বাতাসের আর্দ্রতার পরিমাণ, কমে আসছে শীত, তারতম্য ঘটছে বৃষ্টিপাতের স্বাভাবিক মাত্রায়। বেড়ে যাচ্ছে লবণাক্ততা আর সমুদ্রের পানির উচ্চতা। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে ধান, গমের মতো খাদ্যশস্যের। আর এসব কিছুর কারণে বছরে সাড়ে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। আবাদযোগ্য জমি কমে যাচ্ছে। অবকাঠামো নষ্ট হচ্ছে। বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ এ ২০৩০ সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক এই অঙ্গীকার বাস্তবায়নে ২০২৪ সাল নাগাদ ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে সরকার। কিন্তু সে জন্য প্রতিশ্রুত অর্থ মিলছে না উন্নত বিশ্ব থেকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গরিব দেশগুলো বলেছিল, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ক্ষতিপূরণ দিতে হবে ধনী দেশগুলোকে। কিন্তু তারা প্রয়োজনীয় অর্থ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে গরিব দেশগুলো পড়েছে অসহায় অবস্থায়। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটি অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর শিল্পায়নে বেপরোয়াভাবে আবহাওয়া দূষণকারী জ্বালানির ব্যবহার। বাংলাদেশের মতো দেশগুলোর এতে কোনো অবদান না থাকলেও তাদের তাতে দুর্ভোগে ভুগতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে ক্ষতি হচ্ছে তা উন্নয়নের গতিকে রুদ্ধ করছে। গরিব মানুষকে আরও গরিব করছে। যা রোধে ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সোচ্চার হতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর