সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা

ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নিন

শুক্রবার রাত ও শনিবার বান্দরবানসহ ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় দুই পর্যটকসহ ১৬ জনের প্রাণহানি ঘটেছে। আহতের সংখ্যা আরও অনেক বেশি। যাদের একাংশকে সারা জীবন পঙ্গুত্বের অভিশাপে ভুগতে হবে। মানুষ ঘর থেকে বেরিয়ে সুস্থ হয়ে ফিরবে সে নিশ্চয়তা পাওয়া দায় হয়ে পড়েছে সড়ক দুর্ঘটনার কারণে। সড়কে মৃত্যুর মিছিল এবং এ নিয়ে খবরাখবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনমনে অস্বস্তি সৃষ্টি করছে। সড়ক দুর্ঘটনা মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কেড়ে নিলেও তা কর্তৃপক্ষের নজর কাড়তে ব্যর্থ হয়েছে এমন কথা বলা খুব একটা অমূলক হবে না। সড়ক দুর্ঘটনাজনিত অপরাধে অপরাধীর জন্য কড়া শাস্তির বিধান থাকলেও তার কার্যকারিতা নেই বললেই চলে। আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যায় অপরাধীরা। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী দেশের ট্রাফিক ব্যবস্থার যাচ্ছেতাই অবস্থা। চালক, পথচারী সর্বত্রই আইন না মেনে চলার প্রবণতা এতটাই প্রকট যে, আতঙ্কিত না হয়ে পারা যায় না। বাস ও ট্রাক চালকরা তো সড়কপথে যথেচ্ছতা প্রদর্শনকে নিজেদের অধিকার বলে ভাবেন। দেশের যানবাহন চালকদের সিংহভাগ প্রশিক্ষণ ছাড়াই গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন। যানবাহনের তুলনায় ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা কম থাকা কোনো সুস্থতার প্রমাণ নয়। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দায়িত্ব যাদের তাদের মধ্যে সততার সংকট থাকায় প্রশিক্ষিত চালক হলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে সে নিশ্চয়তা নেই বললেই চলে। টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ঐতিহ্য থেকে সরে আসার পথ খুঁজতে হবে। উৎকোচের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ থাকায় কোনো রকমে গাড়ি চালাতে পারলেই যে লাইসেন্স মেলে তা এক প্রতিষ্ঠিত সত্যি। সড়ক দুর্ঘটনায় রাশ টানতে হলে এ প্রবণতায় বাদ সাধতে হবে। ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টিও সমভাবে জরুরি।

সর্বশেষ খবর